প্রতিনিধি, বিশালগড়, ২২ আগস্ট।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্ব নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার হাত ধরে বক্সনগরের সার্বিক উন্নয়ন সম্ভব। তাই বক্সনগরের উন্নয়ন তরান্বিত করতে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানান গত বিধানসভা নির্বাচনে বক্সনগর আসনের তিপরা মথার বিজিত প্রার্থী আবু খায়ের মিয়া। মঙ্গলবার বক্সনগর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সঙ্গে ছিলেন তিপরা মথার শতাধিক যুবক। আবু খায়ের মিয়া স্পষ্ট ভাবে বলেন এতোদিন মুসলমানদের ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করেছে সিপিএম। উপনির্বাচনে সিপিএমকে ভোট দেওয়ার মানেই হলো বক্সনগরকে পিছিয়ে দেওয়া। তাই উন্নয়নের স্বার্থে এমনকি সারা রাজ্যের সংখ্যালঘুদের স্বার্থে বিধানসভায় কথা বলার জন্য প্রতিনিধি হিসেবে বক্সনগরের বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেনকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। আবু খায়ের মিয়া বলেন স্থানীয় মানুষের ইচ্ছে এবং আবেগকে সম্মান জানাতে হবে। তিনি বলেন আমি স্থানীয় মানুষের ইচ্ছেকে সম্মান জানিয়ে বলে বিজেপির পক্ষে কথা বলেছিলাম। তাই আমাকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন এই বহিস্কারের পেছনে সিপিএমের হাত রয়েছে। একাংশ সিপিএম নিজেদের স্বার্থে তিপরা মথা দলে ঢুকে রয়েছে। ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তিনি বলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। একসময় সেনা বাহিনীতে কাজ করতেন। মানুষের জন্য কিছু করার স্বার্থে রাজনীতিতে আসতে হয়েছে। তবে এলাকার উন্নয়ন নিয়ে কোন আপোষ করবেন না তিনি। বক্সনগরের উন্নয়নের জন্য বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।
147
previous post