Home » ধনপুর উপনির্বাচনে প্রচারে সাড়া ফেললেন আর কে পুর মন্ডল সভাপতি

ধনপুর উপনির্বাচনে প্রচারে সাড়া ফেললেন আর কে পুর মন্ডল সভাপতি

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দুইটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে । এই উপ নির্বাচনকে পাখির চোখ করে দলীয় প্রার্থীদের সমর্থনে দুইটি বিধানসভা কেন্দ্রে চলছে শাসকদলের পক্ষ থেকে জোরদার প্রচার । সোমবার দুপুরে প্রখর রৌদ্রে ভোটের উত্তাপ যেন আরো বেড়ে গিয়েছে ধনপুর উপনির্বাচনে । এইদিন ধনপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথের সমর্থনে মোহনভোগ এলাকায় ধনপুর বিধানসভা কেন্দ্রের ৩ নং বুথে প্রচার অভিযানে বের হয় ৩১ রাধাকিশোরপুর মন্ডলের মণ্ডল সভাপতি তথা বিজেপি প্রদেশ কমিটির দায়িত্বপ্রাপ্ত বিস্তারক প্রবীর দাস। এছাড়া প্রচারে অংশ নেন , ধনপুর পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা নন্দী , আর কে পুর মণ্ডলের সাধারণ সম্পাদক ঝোটন দাস , মন্ডলের অফিস সম্পাদক অম্লান চৌধুরী সহ প্রমূখ । এইদিন প্রচারে বের হয়ে আরকেপুর মন্ডলের সভাপতি তথা বিস্তারক প্রবীর দাস গণদেবতাদের প্রতিটি বাড়িতে গিয়ে দলীয় প্রচার করেন এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন । একই সাথে বর্তমান বিজেপি সরকারের সময়কালে যে উন্নয়ন হয়েছে গোটা রাজ্যে তার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন প্রতিটি গণদেবতাদের কাছে । সাথে ভোটারদের কাছে আবেদন রাখেন বিপুল ভোটে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ কে ভোট দিয়ে ত্রিপুরার পবিত্র বিধানসভায় যেন পাঠানো যায় । তাই বিজেপি প্রার্থীকে দু-হাত ভরে আশীর্বাদ করার জন্য আবেদন রাখেন। ধনপুর উপনির্বাচনে এই দিন আরকে পুর মন্ডলের নেতৃত্বরা ব্যাপক সাড়া পেয়েছে বলে মনে করছে ধনপুরের রাজনৈতিক মহল ।

You may also like

Leave a Comment