118
প্রতিনিধি কৈলাসহর:-ভারতীয় জনতা পার্টি চণ্ডীপুর মণ্ডলের অন্তর্গত ২৮ নং বুথে মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে সিপি আই এম দলের শ্রীকান্ত দাস ও বর্তমান ফুলতলী পঞ্চায়েতের কংগ্রেস দলের সদস্যা শিবাণী মালাকার সহ ২০ পরিবারের মোট ৬৪ ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়েছেন।এছাড়া উপস্থিত ছিলেন যুব মোর্চার নেতৃত্ব অমিও দাস এবং বিনয় সিনহা সহ স্থানীয় নেতৃবৃন্দ।