সংবাদ প্রতিনিধি খোয়াই
লোকসভা বিস্তারক প্রবাস যোজনা উপলক্ষে বুধবার বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সম্প্রতি গত ৩০ জুন রাজধানী আগরতলায় প্রকাশ্য দিবালোকে খোয়াই বিধানসভার ২৯ নং বুথের সদ্য প্রাক্তন সভাপতি শ্যামল দেব কে ঠিকাদারি কাজ নিয়ে অপহরণ করে খোয়াই মন্ডল সম্পাদক পিন্টু রায় এর নেতৃত্বে নিকোজিসনের এক দল। রাজধানী পুলিশের তৎপরতায় অল্প কিছুক্ষণের মধ্যেই শ্যামল দেব কে উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ। শ্যামল দেব সমস্ত ঘটনা সবিস্তারে লিখিত বক্তব্য জানিয়ে থানায় মামলা করেন। পুলিশ এই অপহরণ কাণ্ডের মূল পান্ডা পিন্টু রায় কে গ্রেফতার করে খোয়াই মন্ডলের সামনে থেকে এবং আগরতলা নিয়ে যায়। মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেশা মুক্ত ত্রিপুরা গঠন এবং সরকারি কাজের ক্ষেত্রে ১০০ শতাংশ স্বচ্ছতা বজায় রেখে কাজ করার লক্ষ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী দৃঢ়তার সাথে কাজ করার চেষ্টা করছেন। আর এই সদর্থক ভূমিকার কারণেই এই গ্রেফতার বলে মনে করা হচ্ছে । যদিও বাকী আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি খোয়াই তে এক নিরাপদ আশ্রয়ে তারা অবস্থান করছেন বলে বিশ্বস্ত সূত্রে গুঞ্জন চলছে। সাম্প্রতিক ঘটে যাওয়া এই ঘটনাগুলিকে নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দরা। এইদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী, রাজ্য কমিটির পক্ষে উপস্থিত ছিলেন প্রদেশ কমিটির সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিস্তারক বাবুল রায়, জেলা বিস্তারক গৌতম ত্রিপুরা, এছাড়াও খোয়াই জেলা পরিষদের সদস্য সদস্যাগণ, জেলা কমিটির পদাধিকারী গণ, খোয়াই ও তেলিয়ামুড়া পৌরসভার সদস্য সদস্যা গন, জেলা মোর্চার সভাপতি ,সাধারণ সম্পাদক, মন্ডল কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক প্রতিটি মন্ডল মোর্চার সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন সেল কমিটির চেয়ারম্যান এবং রাজ্য কমিটির সদস্য সহ জেলার গুরুত্বপূর্ণ কার্যকর্তাগণ। আসন্ন লোকসভা নির্বাচন কে সামনে রেখে দলীয় কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে নেতৃত্বরা আলোচনা করেন। প্রদেশ সহ-সভাপতি তাপস ভট্টাচার্য বলেন খোয়াই সংস্কৃতির শহর গোটা রাজ্যে খোয়াইয়ের একটা গরিমা রয়েছে। কিন্তু সম্প্রতি এই ঘটনা খোয়াই বাসীর গর্বে আঘাত হেনেছে এবং ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই কখনো যারা অপরাধ করে এবং যারা অপরাধকে সমর্থন করে তাদের প্রশ্রয় দেয় না। ইতিমধ্যেই দল ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে সম্প্রতি তেশরা জুলাই এই অপহরণ কান্ডের মূল পান্ডা পিন্টু রায় কে দল অপসারণ এবং শোকজ নোটিশ প্রদান করেছে। তিনি আরো বলেন রাজ্য কমিটির কাছে তারা চিহ্নিত হয়েছে যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত দল কাউকে ছেড়ে কথা বলবে না যে যত বড় দায়িত্বেই থাকুক। উপস্থিত কার্য কর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন ভারতীয় জনতা পার্টি সেবার মধ্য দিয়ে সংগঠন করে। ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জী, গোটা পৃথিবী যাকে সম্মান করে। রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে রাজ্য উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে চলছে স্বচ্ছতার সাথে। যারা এই দলে থেকে নিজের স্বার্থে দলকে ব্যবহার করতে চায় এবং তারা দলের একনিষ্ঠ কর্মী হতে পারে না। তিনি আরও বলেন ব্যক্তিগত স্বার্থে এই সব অপরাধ জনিত কাজ করে যারা দলকে কালিমা লিপ্ত করতে চায় তারা দলের কর্মী হতে পারেনা। গোটা দেশে শ্রমিক কৃষক ছাত্র যুবক ব্যবসায়ী বিদ্যজনদের আস্থা বিশ্বাসের প্রতীক ভারতীয় জনতা পার্টি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন দল এসব বরদাস্ত করবে না। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রতি ঘরে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য সরকারের সুমহান উদ্যোগকে মানুষের দুয়ারে যেন পৌঁছে দিতে পারে সেই লক্ষ্যে কর্মীদের কাজ করার জন্য তিনি আহবান রাখেন। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন লোকসভা প্রবাস যোজনার বিস্তারক বাবুল রায় এবং বিধায়ক পিনাকী দাস চৌধুরী।
লোকসভা বিস্তারক প্রবাস যোজনা উপলক্ষে বুধবার বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
102