
খোয়াইয়ে বিরোধী শিবিরে ব্যাপক ভাঙ্গন। ৭২ পরিবারের ২১১ জন ভোটার পদ্মা শিবিরে শামিল। নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার। এ দিনের যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চা খোয়াই জেলা কমিটির সম্পাদক সুশান্ত দেবনাথ। মন্ডল কমিটির অন্যতম সদস্য বিজয় কুমার দেবনাথ সহ অন্যান্যরা। এদিনের যোগদান সভায় সভাপতিত্ব করেন ৪৪ নং বুথের বোথ সভাপতি মনিন্দ্র নাথ। যোগদান সভায় নবাগতদের বরণ করে মন্ডল সভাপতি সুব্রত মজুমদার বলেন ভয় ,ভীতি কিংবা কোন কিছু পাওয়ার আশা নিয়ে বিজেপি দলে যোগদান করতে হবে না। ২০১৪ সালে মোদিজীর নেতৃত্বে কেন্দ্রে সরকার প্রতিষ্ঠিত হবার পর সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস এই চিন্তাধারা নিয়ে কাজ চলছে দেশব্যাপী। এখন ঘরে বসেই সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে যাচ্ছে প্রত্যেকের ঘরে। মোদি সরকারে আসার পর জনধন প্রকল্প চালু করেছেন। এই জনদন প্রকল্প নিয়ে বিরোধী শিবির হাস্যকৌতুক করেছিল। কিন্তু এখন বিরোধীরা ধীরে ধীরে টের পাচ্ছে মোদির চিন্তাধারা এবং দেশকে এগিয়ে নিয়ে যাবার মানসিকতায় আজ দেশবাসী উপকৃত হচ্ছেন। আজ আমরা দুর্নীতিমুক্ত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন রাজ্যে মাফিয়া রাজ্ খতম হয়েছে। বহি বিশ্বে আজ ভারত সমাদৃত। মোদি জি যখনই বিশ্বের অন্য রাষ্ট্রে চলে যাচ্ছেন তখন উনাকে স্বাগত জানার জন্য অন্যান্য রাষ্ট্রের নায়করা এক পায়ে দাঁড়িয়ে থাকেন উনাকে আপ্যায়ন করার জন্য। মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার নেতৃত্বে রাজ্যে শিক্ষা ,স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। জনগণের সার্বিক কল্যাণে কাজ করে চলেছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার। পূর্বতন সরকার সামান্য সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নামে মিছিল মিটিংয়ে হাটিয়েছে সাধারণ মানুষকে। শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে কখনো নির্বাচনী ফান্ড, কখনো সংগঠনের নামে দেদার অর্থ লুটেছে। দেশে গরিবি হটাও স্লোগান তুলেছে। প্রকৃতপক্ষে তারা গরিবের জন্য বরাদ্দকৃত অর্থ লুটেপুটে খেয়েছে। আপনারা বিচার-বিশ্লেষণ করুন ৭০ বছরের শাসনকাল এবং ছয় বছরের শাসনকালে রাজ্য এবং রাজ্যবাসীর কি উন্নয়ন হয়েছে। আগামী দিনে বিজেপি দলের নীতি আদর্শ কে ভালোবেসে যারা আমাদের দলে সামিল হবেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশ এবং রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞে নিজেদেরকে সামিল করব এই আহ্বান জানান তিনি।