প্রতিনিধি মোহনপুর:-এক নং সিমনা বিধানসভার বড় কাঠাল এলাকায় তিপ্রামথা দলের ঘরে ভাঙ্গন ধরাল বিজেপি। সোমবার এক যোগদান সভার মধ্য দিয়ে ২৭৯ জনভোট ভোটার তিপ্রা মথা ও সিপিআই(এম) দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন।
সিমনা বিধানসভা এলাকাতে প্রতিনিয়ত যোগদান সভা সংগঠিত করছে বিজেপি।সোমবার টিটিএএডিসির ইএম রবীন্দ্র দেববর্মার খাস তালুক হিসেবে পরিচিত রুবরি তুইসা এডিসি ভিলেজ এলাকায় তিপ্রা মথা ও সিপিআইএম ভোট ব্যাংকে থাবা বসাল বিজেপি। এই দিন এলাকায় এক প্রকাশ্য যোগদান সভার মধ্য দিয়ে ৮৭ পরিবারের ২৭৯ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। এই যোগদান সভাকে কেন্দ্র করে আলোচনা করতে গিয়ে দলীয় নেতৃত্বরা টিটিএএডিসির কাজ কর্মকে ঘিরে তীব্র সমালোচনা করেন। অভিযোগ তোলা হয় এডিসি এলাকাতে তিপ্রা মথা ক্ষমতা দখল করার পর উন্নয়নমূলক কাজ একেবারেই হয়নি। অন্যদিকে রাজ্য সরকার একের পর এক যে সমস্ত উন্নয়নমুখী সিদ্ধান্ত এবং প্রকল্প বাস্তবায়ন করছে তাকে ঘিরেও প্রশংসায় পঞ্চমুখ দলীয় নেতৃত্ব। এদিনের এই সভাতে উপস্থিত ছিলেন সিমনা বিধানসভার মন্ডল সভাপতি যোগেন্দ্র দেববর্মা, যুব মোর্চার নেতা বিনোদ দেববর্মা, এসটি কর্পোরেশনের চেয়ারম্যান মঙ্গল দেববর্মা এবং অন্যান্যরা।
সিমনা বিধানসভাতে তিপ্রা মথার ঘর ছেড়ে ২৭৯ জন ভোটার বিজেপিতে
117