প্রতিনিধি। তেলিয়ামুড়া
তেলিয়ামুড়া মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রেই জনজাতিদের মধ্যে তিপ্রা মথা দলের প্রতি মোহভঙ্গ হতে শুরু করেছে। গত এক সপ্তাহ ধরেই মহকুমার বিভিন্ন এলাকাতে মথা ছেড়ে ভারতীয় জনতা পার্টি দলে যোগদান অব্যাহত রয়েছে। আজ বিকালে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হদ্রাই এলাকায় হদ্রাই কমিউনিটি হলে এক যোগদান সভা হয়। এই যোগদান সভাতে ৪২ পরিবারের ১০৯ জন ভোটার বিজেপি দলে যোগদান করে। নবাগতদের দলে পদ্ম ছাপ গেরুয়া পতাকা দিয়ে বরন করে নেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়। তাছাড়া এদিনের এই যোগদান সভাতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বিজেপি নেতৃত্ব নিতীন কুমার সাহা, মন্ডল সাধারণ সম্পাদক নন্দন রায় সহ অন্যান্যরা নেতৃত্ব’রা।
আজকের যোগদান সভাতে উপস্থিত থেকে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, সারা ত্রিপুরা রাজ্যের জনজাতিদের মধ্যে এখন একটা আওয়াজ উঠেছে, যারা ভারতীয় জনতা পার্টির দলের বাইরে রয়েছে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। জনজাতি’রা বুঝতে পারছে গ্রেটার তিপ্রা ল্যান্ড কখনোই ত্রিপুরা রাজ্যের সম্ভব নয়। তাছাড়া তিপ্রা মথা’র সুপ্রিমো এখন নিজেও গ্রেটার তিপ্রা ল্যান্ডের কথা বলেন না। এখন উনার মুখে শোনা যায়, সংবিধানিকভাবে জনজাতিদের উন্নয়ন। আর তা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কখনোই অস্বীকার করেন না।
বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শহর-সরল জনজাতি ভাই-বোনদের মথা নেতৃত্বরা ভুল বুঝিয়ে আজ ওরা বিধায়ক হয়েছে। গাড়ি বাড়ি হয়েছে। এখন ওরা জনজাতিদের কথা বেমালুম ভুলে গেছে। এখন ওরা আর আপনাদের এলাকাতে দেখা যায় না। আজকের যোগদান সভাতে হ্দ্রাই ও তার আশপাশ এলাকা থেকে প্রচুর জনজাতি মোর্চার সমর্থকরা উপস্থিত হয়। জনজাতিদের উপস্থিতিতে স্বাভাবিকভাবেই খুশি উপস্থিত বিজেপি মন্ডল নেতৃত্বরা। নন্দন রায়, নীতিন সাহারা বক্তব্য রাখতে গিয়ে আগামী কিছুদিনের মধ্যেই মথা দলে আরো বড় ধরনের ভাঙ্গন ধরানোর ইঙ্গিত দেন।
তেলিয়ামুড়া মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রেই মথার মোহ ভাঙছে জনজাতিদের মধ্যে
129
previous post