
প্রতিনিধি, বিশালগড়, ২৪ জুন।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নয় বছরে সেবা সুশাসন গরিব কল্যাণের বিভিন্ন প্রকল্প জনতার দুয়ারে নিয়ে যাচ্ছে বিজেপির কার্যকর্তারা। কেন্দ্রীয় এবং রাজ্যের মন্ত্রী সাংসদ বিধায়ক দলের নেতা জনপ্রতিনিধিরা এক মাস ব্যাপি জনসম্পর্ক অভিযানে অংশ নিয়েছে। শনিবার বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব নিজ বিধানসভা কেন্দ্রে জনতার দুয়ারে ঘুরেন। এদিন ১৩ নম্বর বুথে স্থানীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে সরকারের প্রকল্প গুলো জনসমক্ষে তুলে ধরেন বিধায়ক সুশান্ত দেব। স্থানীয় নাগরিকদের সঙ্গে সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন তিনি। সরকারের কাজকর্মে ভীষণ খুশি স্থানীয় জনতা। বিধায়ক সুশান্ত দেব জানান, প্রতি ঘরে সুশাসনের বার্তা পৌঁছে দিচ্ছে কার্যকর্তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের জনপ্রিয় রাষ্ট্র নায়ক। তাঁর নেতৃত্বে বৈভবশালী ভারত নির্মাণ চলছে। আমাদের ত্রিপুরার মানুষকে বামেদের অপশাসন থেকে মুক্ত করেছে প্রধানমন্ত্রী। আজ ডাবল ইঞ্জিনের সুফল ভোগ করছে ত্রিপুরার জনতা। উন্নয়নে দলবাজি সজন পোষন বন্ধ হয়েছে। ২০১৪ সালের আগে দুর্নীতি ছিল সরকারের অঙ্গ। অথচ বিগত নয় বছরে কোন দুর্নীতির অভিযোগ নেই।