
প্রতিনিধি , উদয়পুর :-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তথা সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের নবম বর্ষপূর্তি উপলক্ষে এক মাস ব্যাপী কর্মসূচিকে কেন্দ্র করে মাতারবাড়ি বিধানসভার ফুলকুমারী পঞ্চায়েতের অধীনে সকল লাভার্থীদের কে নিয়ে অঙ্গনওয়াড়ি সেন্টার প্রাঙ্গনে এক লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত হয় । এই লাভার্থী সম্মেলনে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। এছাড়া উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে স্থানীয় বুথ সভাপতি ও মন্ডল নেতৃত্বরা ।
এই লাভার্থী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন , প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন বিতরণ সুনিশ্চিত করা হয়েছে । তিনি বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় তিন কোটিরও বেশি দরিদ্র পরিবার স্থায়ী পাকা ঘর পেয়েছেন । এছাড়া স্বচ্ছ ভারত মিশনের অধীনে ১১.৭২ কোটি শৌচালয় নির্মাণ করা হয়েছে । প্রধানমন্ত্রী মাতৃ বৃন্দনা যোজনার অধীনে ২৭.৬ কোটি মহিলা সবিধাবোগী ঋণ পেয়েছে । তাছাড়া নারীর ক্ষমতায়নে বাড়ানো হয়েছে আরও নানা সুবিধা । ২৬ সপ্তাহের সবেতন মাতৃকালীন ছুটি মঞ্জুর করা হয়েছে । এছাড়া ডিজিটাল লেনদেনে ভারত বিশ্বের এক নম্বরে পরিণত হয়েছে বলে এদিন ভাষণে তুলে ধরেন বিধায়ক অভিষেক দেবরায় । সোমবারে বিকেলে ফুলকুমারী অঙ্গনওয়াড়ি সেন্টার প্রাঙ্গণে লাভার্থী সম্মেলনে ফুলকুমারী এলাকার মহিলাদের উপস্থিতি ছিল ব্যাপক সাড়া জাগানো ।