
প্রতিনিধি মোহনপুর:-বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ত্রিপুরা সফরকে কেন্দ্র করে মোহনপুরে আয়োজিত পদযাত্রায় পামেলালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বৃহস্পতিবার মোহনপুর বাজার থেকে শুরু হয়ে ডিসি অফিস পর্যন্ত যায় এই পথযাত্রা। আওয়াজ তোলা হয় কেন্দ্রীয় সভাপতির সমাবেশে সকলে উপস্থিত হওয়ার।
বিজেপির মোহনপুর মন্ডল কমিটির উদ্যোগে দলের সর্বভারতের সভাপতি রাজ্য সফর ও সমাবেশকে সার্থক করে তুলতে অনুষ্ঠিত প্রকাশ্য সমাবেশে মোহনপুর বিধানসভা থেকে ব্যাপক সংখ্যক জনগণ উপস্থিত হওয়ার উপর জোর দিয়ে অনুষ্ঠিত হয় এই পদযাত্রা। এই পদযাত্রাতে দলের মহিলা মোর্চা, এসি মোর্চা, ওবিসি মোর্চা, জনজাতি মোর্চা, যুব মোর্চা, কৃষক মোর্চা সমেত বিভিন্ন সংগঠনের নেতৃত্ব ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এদিন মন্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ জয়লাল দাস এবং অন্যান্যদের নেতৃত্বে শুরু হয় এই পদযাত্রা। কেন্দ্রয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক পদযাত্রায় উপস্থিত হয়ে দলীয় কর্মীদের সঙ্গ দিলেন। এই পদযাত্রা থেকে আহ্বান করা হয় জেপি নাড্ডার ত্রিপুরা সফরকে কেন্দ্র করে অনুষ্ঠিত প্রকাশের সমাবেশেকে কেন্দ্র করে মোহনপুর বিধানসভা থেকে সমস্ত অংশের মানুষ উপস্থিত হওয়ার।
পরবর্তী সময়ে মোদি সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে মোহনপুর পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে বিজেপি মোহনপুর মণ্ডল কমিটির উদ্যোগ অনুষ্ঠিত হয় মত বিনিময় সভা। এই সভাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এলাকার আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এবং স্বসহায়ক দলের সদস্যদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার পরিচালনার ৯ বছর পর থেকে কেন্দ্র করে মতবিনিময় সভা থেকে সমাজের সকল স্তরের মানুষের সাথে মতবিনিময় কর্মসূচি শুরুর করেছে বিজেপি। এরই আঙ্গ হিসেবে মোহনপুর বিধানসভার স্বসহায়ক দলের সদস্যা, আশা কর্মী, অঙ্গনারী কর্মীদের নিয়ে এই মতবিনিময় সভাতে কথা বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উপস্থিত মহিলাদের কাছ থেকে সরকারের এই নয় বছরে বিভিন্ন কাজকর্ম সম্পর্কে অবগত হলেন প্রতিমা ভৌমিক। এছাড়াও সরকার বিগত বছরগুলোতে যেভাবে গোটা ভারতবর্ষে কাজ করেছে তার বিভিন্ন তথ্য তুলে ধরে মতবিনিময় কর্মসূচিতে অংশীদার হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এই সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির সদর গ্রামীণ জেলা কমিটির সভাপতি অসিত রায়, মন্ডল সভাপতি বীরেন্দ্র দেবনাথ, পুরো পরিষদের চেয়ারপারসন এবং অন্যান্যরা।