আগামী ১৭ জুন দক্ষিণ জেলার শান্তির বাজারে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। শান্তির বাজার স্কুল মাঠে এক জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সাথে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য সহ কেন্দ্র এবং রাজ্যের অনেক নেতৃত্ব। আজ সর্বভারতীয় সভাপতির আগমন স্থল অর্থাৎ সভাস্থল এর চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে শান্তির বাজারে এলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য। সাথে ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপি দক্ষিণ জেলা সভাপতি শংকর রায়, মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ঝর্না দেববর্মা, শান্তির বাজারের বিধায়ক প্রমোদ রিয়াং সহ অনেক নেতৃবৃন্দ। মঞ্চ থেকে শুরু করে সাংবাদিকদের বসারস্থল এবং ভি ভিআইপি সহ সভায় আগত কার্যকর্তাদের বসার স্থান ঘুরে দেখেন। তিনি জানান ১৭ তারিখ এই শান্তির বাজারে হবে জনপ্লাবন। গেরুয়া সাজে সেজে উঠছে শান্তির বাজার মহকুমায় বিভিন্ন জনপদ। এই জনসভা থেকে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ২০২৪ লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন।
নাড্ডার সমাবেশেরকে কেন্দ্র করে গেরুয়া সাজে সেজে উঠছে শান্তিরবাজার! প্রস্তুত খতিয়ে দেখলেন রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্য।
by admin
written by admin
150