প্রতিনিধি কৈলাসহর:-গেরুয়ার প্রবল ঝড়ে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ছে লাল দুর্গ।দশরথ-নৃপেন-বীরেন দত্ত দের তৈরি করা ২৫ বছরের লাল ত্রিপুরা আজ গেরুয়া ঝড়ে বিধ্বংস।তেমনি বিধ্বংস প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতা বৈদ্যনাথ মজুমদারের হাতে গড়া চন্ডীপুর।নেতাদের অহং মনোভাব আর পঞ্চায়েত স্তরে মারিং সংস্কৃতি দুর্বল করেছে বাম ভিতকে।প্রায় ৪৫ বছর পরে লাল দুর্গ বলে কথিত চন্ডিপুরে আজ ভারতীয় জনতা পার্টির বিজয় পতাকা উত্তোলিত হচ্ছে। জীবন বাজি রেখে সিপিএম দলের প্রতি আত্মত্যাগী বাম কর্মীরাও বুঝে গেছেন এই দলে থেকে কোন ভবিষ্যত নেই।তাই সবকা সাথ সবকা বিকাশের ভাবনায় বাম শিবিরের যুবকর্মীরা ভারতীয় জনতা পার্টির প্রতি ভরসা রেখে এই দলে যোগদান করছেন।শুধু সিপিএমই নয় ত্রিপ্রা মথা কিংবা কংগ্রেসের অল্পস্বল্প যে ভোট ব্যাংক ছিল তাও ভেঙ্গে চুরমার করে দিচ্ছেন মন্ত্রী টিংকু রায়। ইতিমধ্যেই চন্ডীপুর মন্ডলের অন্তর্গত শ্রীরামপুর বাজারে এক সুবিশাল জনসভার মধ্য দিয়ে ৫৪ পারিবারের ১৭২ জন ভোটার বামগ্রেস এবং ত্রিপ্রা মথা দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।তাদেরকে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বিজেপিতে বরণ করে নেন মন্ত্রী টিংকু রায়।এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শ্যামকুমার সিনহা, জেলা সহ সভাপতি ডাক্তার সুশান্ত সিংহ,রাজ্য কমিটির সদস্য বিমল কর এবং বরিষ্ট নেতৃত্ব বাবুলাল সিংহ।
100
previous post