Home » নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সরকারের ৯ বছর পূর্তিতেমোহনপুরে আলোচনা সভা

নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সরকারের ৯ বছর পূর্তিতেমোহনপুরে আলোচনা সভা

by admin

প্রতিনিধি মোহনপুর:-নরেন্দ্রর মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে মোহনপুরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মোহনপুর এলাকার ব্লগার, ইউটিউবার, শিক্ষক কর্মচারী, জনপ্রতিনিধ, রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনজীবী, সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে এলাকার উন্নয়নে বিস্তারিত আলোচনা করা হয়। এই কর্মসূচিতে মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের সাথে এই মতবিনিময় সভাতে খোলাখুলি আলোচনা করেন। মোহনপুরকে কিভাবে আরো সুন্দর করে সাজিয়ে তোলা যায় তার উপর বিভিন্ন প্রস্তাব আসে এদিন। পরবর্তী সময়ে বিগত নয় বছরে মোহনপুর রাজ্যের পাশাপাশি নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের সরকার যে সমস্ত উল্লেখযোগ্য কাজগুলো সম্পন্ন করেছে সে সমস্ত বিষয়ে আলোচনা করে রতন লাল নাথ। তিনি বলেন নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার কারণেই কাশ্মীরের ৩৩৪ ধারা বাতিল, তিন তালাক বাতিল, দেশের প্রতিটি মানুষকে বিনা পয়সায় ভ্যাকসিন প্রদান, দেশের প্রতিটি মানুষকে খাদ্যের নিশ্চয়তা দেওয়া, দেশের প্রতিটি মানুষকে ঘরের ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ নেওয়া সম্ভব হয়েছে। এছাড়াও জনধন যোজনা, কৃষি ক্ষেত্রে আধুনিকীকরণ, অর্থনীতিতে নিজেদের অবস্থান মজবুত করা থেকে শুরু করে বহু বিষয়ে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী থাকার কারণেই সম্ভব হয়েছে বলে দাবি করেন রতন লাল নাথ। এই দিন সরকারের এই উন্নয়নমূলক কাজগুলোকে প্রচার প্রসার করতে ইউটিউবার এবং ব্লগারদের প্রতি আহ্বান করেন মন্ত্রী। তিনি আশ্বাস দেন এদিন এই আলোচনা সভা থেকে যে সমস্ত প্রস্তাব এসেছে সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় তার উপর আগামী কিছুদিনের মধ্যেই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

You may also like

Leave a Comment