প্রতিনিধি, বিশালগড়, ২ জুন ।। বিশালগড় বিধানসভার কৃষ্ণ কিশোর নগর, প্রভুরামপুর, ঘনিয়ামারা গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণের উদ্যোগ গ্রহণ করেছে বিধায়ক সুশান্ত দেব। একটি মহাশ্মশান এবং রাস্তা নির্মাণের দাবি নিয়ে দশকের পর দশক নেতাদের দুয়ারে কড়া নেড়েছে সেখানকার নাগরিকরা। ভোটের বাজারে বাম নেতারা দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন বহুবার। কিন্তু ভোট শেষে বেমালুম ভুলে যেতেন প্রতিশ্রুতির কথা। এবার সেই দাবি পূরণের উদ্যোগ গ্রহণ করেছে বিশালগড়ের জনপ্রিয় বিধায়ক সুশান্ত দেব। দাবি নিয়ে বিধায়কের দরজায় কড়া নাড়তে হয়নি। বরং খোদ বিধায়ক ছুটে গিয়েছেন জনতার দুয়ারে। শুক্রবার দুপুরে বিধায়ক সুশান্ত দেব বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাসকে সঙ্গে নিয়ে কে কে নগর, প্রভুরামপুর, ঘনিয়ামারা এই তিন গ্রামের নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন। এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানের সিদ্ধান্ত হয়। মহাশ্মশান নির্মাণ কাজ অতিশীঘ্রই শুরু হবে। একটি গ্রামীণ রাস্তা নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিধায়ক সুশান্ত দেব জানান, বামেরা শুধু রাজনীতি করে পঁচিশ বছর শাসন করেছে। মানুষের জন্য কিছু করার সদিচ্ছা ছিল না। এই তিন গ্রামের মানুষ মৃত্যুর পরেও শান্তি পায়নি। শ্মশান না থাকায় অন্তিমক্রিয়া সম্পন্ন করতে দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। এই সমস্যা চিরদিনের মতো সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।
119
previous post