Home » মোদী সরকারের ৯ বছরে নতুন দিশায় এগিয়ে দেশ

মোদী সরকারের ৯ বছরে নতুন দিশায় এগিয়ে দেশ

by admin

প্রতিনিধি কৈলাসহর:-নয় বছর পূর্বের ভারত আর বর্তমানের ভারত অনেক বিস্তৃতি নিয়ে উন্নয়নের পথে এগিয়ে চলছে।যে দেশের মন্ত্র সবকা সাত কা বিকাশ। এই মন্ত্রে শাণিত হয়ে দেশের ১৪০ কোটি মানুষের সার্বিক উন্নয়ন এবং দেশের সার্বিক বিকাশের লক্ষ্যে কাজ করে চলেছেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে মাইল ফলক তৈরি করে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত দেশের যুব প্রজন্ম থেকে শুরু করে প্রতিটি অংশের মানুষকে স্পর্শ করতে সক্ষম হয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার। একটা সময় কেন্দ্রে থাকা ইউপিএ সরকারের মন্ত্রীরা যেখানে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছিল যেখানে টুজি স্পেকট্রাম কেলেঙ্কারি থেকে কয়লা কেলেঙ্কারি সহ আরো অনেক কেলেঙ্কারিতে যুক্ত হয়ে পড়েছিল সরকার।সেই সময়গুলোতে বিদেশের কাছে ভারতের মুখ পুড়েছে।আর আজ দেশের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধুমাত্র দেশের অগ্রগতি এবং প্রগতির স্বার্থে সবকা সাথ সবকা বিকাশের ভাবনায় কাজ করে চলেছেন।আজ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের পক্ষ থেকে বিজেপি সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে কৈলাসহর স্থিত ঊনকোটি জেলা বিজেপি কার্যালয়ে বিকাল ৩ ঘটিকায় এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী মোহন ত্রিপুরা, মন্ত্রী সান্তনা চাকমা, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন,বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক ভগবান চন্দ্র দাস, শম্ভুলাল চাকমা,বিনয় ভূষণ দাস,যাদব লাল নাথ, মাইলাফ্রু মগ সহ প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী ও অস্মিতা বণিক। সাংবাদিক সম্মেলনে সাংসদ রেবতী মোহন ত্রিপুরা বলেন স্বাধীনতার পর অনেক সরকার এসেছে।মোদির নেতৃত্বে নয় বছরে যে উন্নতি হয়েছে তা আগে দেখা যায়নি। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে সরকার গঠনের পূর্বে আগের সরকারের আমলে মন্ত্রিসভার অনেক সদস্য দুর্নীতির দায়ে জেলে গেছেন।আগে বিদেশে গিয়ে ভারতীয় বলে পরিচয় দিতে লজ্জা হতো।এরকম পরিস্থিতি থেকে সেবা সুশাসন উন্নয়নের সরকার গঠন হয়েছে।এই সরকার সাধারণ মানুষের জন্য কাজ করছে। বৈদেশিক ও আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কাজ করে চলেছে।বিভিন্ন চুক্তির মাধ্যমে বর্তমানে দেশের শান্তি এসেছে।বর্তমানে অগ্রগতি এবং প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে ধনধান্য পুষ্প ভরা এই ভারতবর্ষ।করোণা মহামারীর সময় যখন পুরো বিশ্ব স্তব্ধ ছিল,বিভিন্ন দেশের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছিল। সেসময় ভারত তার অর্থনীতির ভিতকে ধরে রাখতে সক্ষম হয়েছিল।বর্তমানে ভারত পঞ্চম অর্থনৈতিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে।যা প্রতিটি ভারতবাসীর কাছে গৌরবের।তেমনি প্রবাসী ভারতীয়দের কাছেও অনেক বেশি গৌরবের।ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের সময়ে প্রবাসী ভারতীয়দের শরীরে একটুকু আজ রাখতে দেয়নি মোদি সরকার।তেমনিভাবে উদারতা প্রদর্শন করতে গিয়ে ভারত সরকার করোণাকালীন সময়ে ভ্যাকসিন মৈত্রী নামে ১০ লক্ষ ভ্যাকসিন নেপাল রাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছেল। বর্তমানে মোদি সরকারের নেতৃত্বে নয় বছরে একজন মন্ত্রীর বিরুদ্ধেও কোন অভিযোগ নেই।দুর্নীতি যেমন বন্ধ হয়েছে তেমনি উন্নয়ন হয়েছে।সারাদেশে অর্থনৈতিকভাবে নিচুস্তরের যারা রয়েছেন তাদেরকে থেকে শুরু করে গ্যাস, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর,সৌভাগ্য জ্যোতির মাধ্যমে গ্রামীন বিদ্যুতায়ন, স্বাস্থ্য পরিষেবার জন্য আয়ুষ্মান ভারত থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা করে দেওয়া হয়েছে।দেশে মোট ১১ কোটি ১২ লক্ষ শৌচালয় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেশে ২০১৪ সালের আগে ৩৯ শতাংশ শৌচালয় ছিল। মোদিজীর নেতৃত্বে নয় বছরে ২০২৩ সাল অব্দি ১০০ শতাংশ শৌচালয় নির্মাণের কাজ আজকে হয়ে যাচ্ছে। বিশুদ্ধ পানীয় জল সম্পর্কে তিনি বলেন সমস্ত দেশে জল জীবন মিশনে বার কোটি জলের কানেকশন দেওয়ার কাজ চলছে এবং অনেক কাজ সম্পন্ন হয়ে গেছে। সারাদেশ নয় কোটির উপর লোকের বাড়ি গ্যাসের কানেকশন দেওয়ার ব্যবস্থা হয়েছে।৮০ কোটি মানুষকে খাদ্য সুরক্ষা দেওয়া হয়েছে। করোনার সময় মানুষকে বাঁচানোর জন্য ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেশের মানুষের কথা চিন্তা করে সারা দেশে জনঔষধি কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। কম মূল্যে ঔষধ সরবরাহ করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। করোণা কালে এই দেশে কেউ না খেয়ে মারা যাননি। করোণা কালেও কৃষকরা কাজ করে গেছেন। বর্তমানে বিনামূল্যে অনেক খাদ্যশস্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর ২০১৪ সালের পূর্বে দেশে মোট মেডিকেল কলেজ ছিল ৬৪১ টি। বর্তমান সরকারের নয় বছরে নতুন ৭০০টি মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী …

You may also like

Leave a Comment