
প্রতিনিধি, গন্ডাছড়া :- ভারতীয় জনতা পার্টি ৪৪ রাইমাভ্যালী মন্ডলের ১৮ নং বুথ কমিটির উদ্যোগে রবিবার ভগীরথ পাড়ায় এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সিপিআইএম দল ত্যাগ করে ২২ পরিবারের ৫৮ ভোটার বিজেপি দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা। যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শক্তি কেন্দ্রের কনভেনার নন্দ রাম ত্রিপুরা, জনজাতি মোর্চার মন্ডল সদস্য পূর্ব জয় ত্রিপুরা প্রমুখ। সেখানে মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা বলেন আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই পাহাড়ে বিজেপির সাংগঠনিক তৎপরতা শুরু হয়ে গেছে। পাহাড়ে বিরোধী সিপিএম প্রায় শূন্যের ঘরে। এমতাবস্থায় আগামী লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি রেকর্ড পরিমাণ ভোটে জয়ী হবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। এদিনের যোগদান সভাকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।