Home » টাকারজলায় মথা ছেড়ে ৯৭ ভোটার বিজেপিতে

টাকারজলায় মথা ছেড়ে ৯৭ ভোটার বিজেপিতে

by admin

প্রতিনিধি, বিশালগড়, ৯ মে।। ভাঙন ধরেছে তিপরা মথায়। জনজাতিরা ভিড়ছে বিজেপিতে। গ্রেটার তিপরা ল্যান্ডের স্বপ্ন ফেরি করে বিভ্রান্ত করা হয়েছিল জনজাতিদের। নির্বাচন সাঙ্গ হতেই খোদ দলের সুপ্রিমোর মতিগতিতে হতাশাগ্রস্ত জনজাতিরা। গত বিধানসভা নির্বাচনে ৪২ টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করেছিলো তিপরা মথা। অথচ উপজাতি সংরক্ষিত কুড়িটি আসনেই আশানুরূপ সাফল্য পায়নি দল। ১৩ আসনে আটকে গিয়েছে মথা। এরমধ্যে দুটি আসনে জিতেছে সামান্য ভোটে। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গ্রেটার তিপরা ল্যান্ড নিয়ে টুঁশব্দ নেই নেই দলের শীর্ষ নেতৃত্বের। এহেন অবস্থায় হতাশার সাগরে ডুবেছে মথার কর্মী সমর্থকরা। এদিকে এডিসি প্রশাসন জনজাতিদের উন্নয়নে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ধীরে ধীরে তিপরা ল্যান্ডের প্রতি মোহভঙ্গ হচ্ছে জনজাতিদের। দলে ভাঙন শুরু হয়েছে। মঙ্গলবার ৯৭ জন তিপরা মথার সমর্থক শাসকদল বিজেপিতে যোগ দেন। এদিন পশ্চিম টাকারজলা এডিসি ভিলেজে বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক রাজেশ দেববর্মা, সম্পাদক নির্মল দেববর্মা সহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় ২৯ পরিবারের ৯৭ জন ভোটার বিজেপিতে যোগ দেন। তাদের বরন করেন বিজেপির নেতৃবৃন্দ। বিজেপির জেলা সম্পাদক নির্মল দেববর্মা জানান টাকারজলার বিভিন্ন এডিসি ভিলেজ থেকে বিজেপিতে যোগ দেওয়ার আবেদন আসছে । তাদের পরবর্তী সময়ে দলে বরন করা হবে। বিজেপির জেলা সাধারণ সম্পাদক রাজেশ দেববর্মা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বে এ রাজ্যের জনজাতিদের সার্বিক কল্যাণ হচ্ছে। তাই জনজাতিরা উন্নয়নের স্বার্থে বিজেপিতে যোগ দিচ্ছে। আগামী দিনে পাহাড়ে বিজেপি আরও শক্তিশালী হবে বলে তিনি জানান।

You may also like

Leave a Comment