Home » সিপাহীজলা (উত্তর) জেলায় বুথ স্বশক্তিকরণ অভিযান

সিপাহীজলা (উত্তর) জেলায় বুথ স্বশক্তিকরণ অভিযান

by admin

প্রতিনিধি, বিশালগড়, ।। তেইশের লড়াইয়ে বিপুল জয় পেয়েছে বিজেপি। মানুষের আশীর্বাদ নিয়ে দ্বিতীয় বারের মতো বিজেপির সরকার প্রতিষ্ঠা হয়েছে। এবার চব্বিশের রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। ত্রিপুরার দু’টি আসনেই জয় সুনিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। শুরু হয়েছে বুথ স্বশক্তিকরণের কাজ। জেলা পর্যায়ে বৈঠক করে বুথের সংগঠন আরও মজবুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। বুথ স্বশক্তিকরণের রনকৌশল ঠিক করতে রবিবার সিপাহীজলা (উত্তর) জেলার কার্যকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বিশালগড় স্থিত জেলা কার্যালয়ে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এছাড়া ছিলেন বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ছন্দা দেববর্মা, বিজিত প্রার্থী হিমানী দেববর্মা প্রমুখ। জেলা কমিটির কার্যকর্তা, মোর্চার সভাপতিরা বৈঠকে উপস্থিত ছিলেন। ভারতমাতা, পন্ডিত দীনদয়াল উপাধ্যায়, ড. শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করার পর শুরু হয় বৈঠক। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানুষের কল্যাণ এবং রাষ্ট্র নির্মাণে সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। তাই মানুষের আস্থা অর্জন সম্ভব হয়েছে। ত্রিপুরা সরকার গত পাঁচ বছর কাজের স্বীকৃতি সরূপ বিপুল জয় পেয়েছে। দল শক্তিশালী হয়েছে। একসময় যে কার্যকর্তাদের মানুষ চিনত না। আজ তারা সমাজে পরিচিতি পেয়েছে। আজ তারা মানুষের জন্য কাজ করছে। শুন্য থেকে শুরু করে দল আজ বিশাল শক্তিশালী হয়েছে। কার্যকর্তাদের কঠোর পরিশ্রমে তা সম্ভব হয়েছে। এবার বুথে বুথে মজবুত সংগঠন গড়তে হবে। বুথে নেতা তৈরি করতে হবে। যারা মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনে সক্ষম তাদের দায়িত্ব দিতে হবে। ২০২৪ সালে দু’টি আসনেই জয় সুনিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা করতে এখন থেকে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে।

You may also like

Leave a Comment