Home » ঝা চকচকে রাস্তা তৈরি করার জন্য এলাকা পরিদর্শন বিধায়কের

ঝা চকচকে রাস্তা তৈরি করার জন্য এলাকা পরিদর্শন বিধায়কের

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

দীর্ঘ ৩৫ বছরের ওপর মাতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডে জাতীয় সড়ক সংলগ্ন বুড়া দিঘী পশ্চিমপাড় এলাকার রাস্তাটি ভগ্নদশাই পরিণত । এর ফলে সন্ধ্যা ঘনিয়ে আসলেই রাতের অন্ধকারে প্রায়শই গ্রামবাসীরা দুর্ঘটনার শিকার হতে হয় নানা গর্তে পড়ে । এর ফলে আহত হন দিনরাত। এলাকার মুমূর্ষ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে গাড়ি পর্যন্ত এলাকায় আসতে চায় না । তার ফলে সমস্যায় করতে হয় গ্রামবাসীদের কে । গ্রামীণ এলাকার রাস্তার এই সমস্যার কথা জানতে পেরে বিধায়ক অভিষেক দেবরায় এলাকা পরিদর্শনে যান । তার সাথে ছিলেন মাতারবাড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন অধিকারীক ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ গ্রামের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা । এদিন বিধায়ক অভিষেক দেবরায় গ্রামীন এলাকার সমস্ত রাস্তাঘাট ঘুরে দেখেন সেই সাথে পানীয় জল থেকে শুরু করে বৈদ্যুতিক আলো ও বিভিন্ন জায়গায় যে সকল রাস্তায় বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে সে সকল রাস্তা গুলিকে খুব তাড়াতাড়ি আগামী কিছুদিনের মধ্যে যাতে ঝা চকচকে নতুন গ্রামীণ রাস্তা তৈরি করে দেওয়া যায় সেই জন্য ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন মাতারবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিককে । বিধায়কের দিন গ্রামবাসীদের কে কথা দেন আগামী কিছুদিনের মধ্যে গ্রামীণ এই এলাকাগুলিতে নতুন ভাবে রাস্তা তৈরি করা হবে যাতে করে গ্রামের সাধারণ মানুষদেরকে কোন ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয় । তাই আগামী দিনে গ্রামের সাধারণ মানুষ নতুনভাবে পেয়ে যাবে ঝা চকচকে সড়ক পথ । রাজনৈতিক মহলের অভিমত যেভাবে অভিষেক সমতল থেকে পাহাড় ও পাহাড় থেকে গ্রাম সমান্তরালভাবে উন্নয়নের ধারাকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা আগামী দিনে বিরোধীদের কাছে এই মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে কোন কথা বলার জায়গা থাকবে না। যদি এইভাবে উন্নয়নের কাজ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে তাহলে মাতারবাড়ি গড়ে উঠবে এই রাজ্যের বুকে এক নতুন দিশা ।

You may also like

Leave a Comment