Home » মুম্বই-পুণে সড়কপথে দুর্ঘটনা, খাদে বাস পড়ে মৃত্যু যাত্রীদের, আহত বহু

মুম্বই-পুণে সড়কপথে দুর্ঘটনা, খাদে বাস পড়ে মৃত্যু যাত্রীদের, আহত বহু

by admin

অনুষ্ঠান শেষ করে বাসে চেপে পুণে থেকে মুম্বইয়ের দিকে রওনা দিয়েছিল গায়কদের একটি দল। কিন্তু যাত্রাপথেই দুর্ঘটনার শিকার হলেন ওই দলের সদস্যরা। পুণে থেকে মুম্বই যাওয়ার পথে মহারাষ্ট্রের রায়গড় জেলায় পৌঁছতেই খাদে পড়ে যায় বাসটি। শনিবার ভোরবেলায় এই ঘটনাটি শিংগ্রোবা মন্দিরের কাছে ঘটেছে। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এখনও পর্যন্ত ১২ জন মারা গিয়েছেন।মুম্বইয়ের গোরেগাঁও থেকে এই দলটি পুণের পিম্পরি চিঞ্ছওয়াড় এলাকায় একটি গানের অনুষ্ঠানে গিয়েছিল। শনিবার মধ্যরাত ১টা নাগাদ পুণে থেকে বাসে চেপে দলের সদস্যরা গোরেগাঁও ফিরছিলেন। ভোর ৪টে ৫০ মিনিট নাগাদ বাসটি শিংগ্রোবা মন্দিরের কাছে পৌঁছলে খাদে পড়ে যায় বাসটি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। পুলিশের পাশাপাশি স্থানীয়েরাও উদ্ধারকার্যে হাত লাগান।পুলিশ সূত্রে খবর, বাসে মোট ৪০ জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ১২ জন মারা গিয়েছেন। গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে যাত্রীদের। ২৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। এই দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছেন এবং যাঁরা আহত, তাঁদের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। মুম্বই থেকে ৭০ কিলোমিটার দূরে একটি গ্রামীণ হাসপাতালে আহতদের ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে খোপোলি থানার পুলিশ।

You may also like

Leave a Comment