98
ধর্মনগর প্রতিনিধি।
রবিবার দুপুর ১২ টায় ধর্মনগর প্রেসক্লাবে অধ্যক্ষ সাহেবকে সংবর্ধনা দিল ধর্মনগর প্রেস ক্লাবের সদস্যরা। পাশাপাশি প্রেসক্লাবের কেরাম প্রতিযোগিতার উদ্বোধন করলেন অধ্যক্ষ। তিনি জানালেন ধর্মনগর প্রেসক্লাব সব সময় উনার সাথে রয়েছে এবং প্রতিটি সদস্য উনার একান্ত পরিচিত। প্রেসের দাঁড়াই সমাজের প্রকৃত চিত্রটা মানুষের কাছে ফুটে ওঠে এবং সরকার পরিচালনায় তারা বিশাল বড় ভূমিকা পালন করে। ধর্মনগর প্রেসক্লাবের বেশ কিছু উন্নয়ন করে দেবেন বলে তিনি প্রতিশ্রুতি প্রদান করেন।