প্রতিনিধি, বিশালগড়, ৬ এপ্রিল ।। আমজনতার দুর্ভোগ লাঘবে বদ্ধপরিকর সরকার। জনতার হাতের নাগালে পৌঁছে যাচ্ছে সরকারি সুবিধা। ভূমি নামজারি করতে সাধারণ মানুষকে দৌড়ঝাঁপ করতে হয়। সময় ও অর্থ ব্যয় হয়। এবার জমি নামজারি করার ক্ষেত্রে আমজনতার দুর্ভোগ লাঘবে বিশেষ শিবির আয়োজন করে বিশালগড় মহাকুমা প্রশাসন। বৃহস্পতিবার বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে আয়োজিত বিশেষ নামজারি শিবিরে উপকৃত হয়েছে ৫৩০ জন। মহকুমার তিনটি তহশীলের জমির মালিকরা অতিসহজেই পেয়ে যায় জমির পরচা। বিশেষ নামজারি শিবিরে উপস্থিত ছিলেন বিধায়িকা অন্তরা সরকার দেব, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ছন্দা দেববর্মা, বিশালগড় মহকুমার অতিরিক্ত মহাকুমা শাসক ত্রিদীপ সরকার প্রমুখ। বিশালগড় মহকুমার অধীন তিনটি তহশীল থেকে দক্ষিণ চম্পা মুড়া, ঘনিয়া মারা, এবং বিশালগড় তহশীল থেকে পাঁচশ ত্রিশটি নামজারির আবেদন জমা পড়ে। গত কয়েকমাস নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন জমির নামজারির শোনানি সম্ভব হয়নি। এগুলোর আজ শোনানি হয়। বিধায়িকা অন্তরা দেব সরকার বলেন সরকার চায় মানুষের কাছে সহজে সরকারি সুবিধা পৌঁছে দিতে। জমির নামজারি করতে অনেক দৌড়ঝাঁপ করতে হয়। বিশালগড় মহকুমা শাসকের এই উদ্যোগ প্রশংসনীয় বলে জানান বিধায়িকা অন্তরা সরকার। বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাসের মস্তিষ্কপ্রসূত এই জনমুখী কর্মসূচির কারণে উপকৃত হয়েছে পাঁচ শতাধিক মানুষ।
116
next post