Home » বামুটিয়া এলাকায় দুই বাংলাদেশিক আটক

বামুটিয়া এলাকায় দুই বাংলাদেশিক আটক

by admin

প্রতিনিধি মোহনপুর:-বৃহস্পতিবার গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করার সময় বামুটিয়া বাজার সংলগ্ন এলাকায় দুজন বাংলাদেশিকে আটক সীমান্ত রক্ষী বাহিনী। পরবর্তী সময়ে অনুপ্রবেশ কারীদের তুলে দেওয়া হয় বামুটিয়া পুলিশ ফাঁড়ির হাতে। জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে কাটা তার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করার সময় বিধান বণিক এবং উজ্জ্বল সূত্রধর নামে দুই বাংলাদেশী নাগরিক সীমান্ত রক্ষী বাহিনীর হাতে আটক হয়। অভিযুক্তদের বাড়ি হাবিবগঞ্জ মাধবপুর এলাকায়। বামুটিয়া ফাঁড়ির ওসি সঞ্জয় দেববর্মা জানান অভিজিতদের কাছ থেকে আপত্তির জন্য কোন কিছু উদ্ধার হয়নি। এদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। শুক্রবার অভিযুক্তদের আদালতে পাঠায় পুলিশ। অভিযুক্তদের ছাড়িয়ে নিতে মোহনপুরের গোপালনগর এলাকার রং তুলি নিয়ে কাজ করা এক সমাজ বিরোধী অনুপ্রবেশকারীদের ছাড়িয়ে নিতে পুলিশের কাছে বহু অনুরোধ করেও কোন লাভ হয়নি। সচেতন মহলের দাবি উক্ত ব্যক্তির বিরুদ্ধেও আইনি পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ

You may also like

Leave a Comment