প্রতিনিধি, বিশালগড়, ৫ এপ্রিল।। বিশালগড় মহকুমা হাসপাতালের পরিষেবা বিষয়ে খোঁজ খবর নিতে ঝটিকা পরিদর্শন করেন নবনির্বাচিত বিধায়ক সুশান্ত দেব। মঙ্গলবার রাত দশটায় হঠাৎ তিনি ছুটে যান হাসপাতালে। ওয়ার্ডে চিকিৎসারত রোগীদের সঙ্গে কথা বলেন। রোগীরা বিধায়ককে জানান দারুণ চিকিৎসা পরিষেবা দিচ্ছে হাসপাতাল কতৃপক্ষ। রোগীদের জন্য সরবরাহকৃত খাবার ঔষধপত্র এম্বুলেন্স পরিষেবা নিয়েও রোগী এবং রোগীর পরিজনদের সঙ্গে কথা বলেন বিধায়ক সুশান্ত দেব। এরপর কর্তব্যরত নার্সদের সঙ্গে কথা বলেন। তাদের সুবিধা অসুবিধার কথা জানার চেষ্টা করেন। সবশেষে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন বিধায়ক সুশান্ত দেব। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা এম্বুলেন্স পরিষেবা সঠিকভাবে প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন বিধায়ক। তিনি চিকিৎসকদের বলেন করোনা মহামারী পরিস্থিতিতে আপনারা সঠিক পরিষেবা দিয়েছেন বলেই মানুষ সুস্থ হয়ে উঠেছে। সেই সেবার মানসিকতা সবসময় থাকতে হবে। আমরা চাই মহকুমা হাসপাতালে সঠিক চিকিৎসা পরিষেবা প্রদান করতে। স্বাস্থ্য কর্মী জনপ্রতিনিধি সাধারণ নাগরিক সবাই মিলে এই হাসপাতালের উন্নয়নে কাজ করতে হবে। শেষে বিধায়ক সুশান্ত দেব জানান বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাচ্ছে রেগীরা৷ বর্তমান সরকার স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে কাজ করছে। বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বিশালগড় মহকুমা হাসপাতালে অপারেশন থিয়েটার হয়েছে। সিজারিয়ান ডেলিভারি হচ্ছে। ব্লাড ব্যাঙ্ক হয়েছে। করোনা মহামারী পরিস্থিতিতে অক্সিজেন প্ল্যান্ট তৈরি হয়েছে। এই হাসপাতালের আরও উন্নয়ন হবে বলে তিনি জানান।
103
previous post