Home » মুম্বই বিমানবন্দরে একই দিনে দুই যাত্রীর কাছ থেকে ৬ কোটি টাকা অর্থমূল্যের সোনা উদ্ধার

মুম্বই বিমানবন্দরে একই দিনে দুই যাত্রীর কাছ থেকে ৬ কোটি টাকা অর্থমূল্যের সোনা উদ্ধার

by admin

মুম্বই বিমানবন্দরের দুই যাত্রীর কাছ থেকে একই দিনে প্রায় ৬ কোটি টাকা অর্থমূল্যের বেআইনি সোনা উদ্ধার করল শুল্ক দফতর। অভিযুক্ত যাত্রীদের গ্রেফতার করা হয়েছে বলে সোমবার সংবাদমাধ্যম সূত্রে খবর।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিমানবন্দরে পৌঁছন শুল্ক দফতরের আধিকারিকেরা। তাঁদের হাতেই ধরা পড়েছেন ইয়াকুম মহম্মদ আলবালুশি এবং জিশান নামে দুই যাত্রী। শনিবার দুবাই থেকে মুম্বই বিমানবন্দরে পা রেখেছিলেন ইয়াকুব। অভিযোগ, নিজের সঙ্গে কী কী জিনিসপত্র রয়েছে, তা না জানিয়েই বিমানবন্দরের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন সংযুক্ত আরব আমিরশাহির ওই যাত্রী। সন্দেহজনক আচরণ দেখে বিমানবন্দরেই তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাঁর ব্যাগ থেকে ৯ কেজি ওজনের দশটি সোনার বাঁট পাওয়া যায়। যার আনুমানিক বাজারদর ৪ কোটি ৬ লক্ষ টাকা বলে শুল্ক দফতরের দাবি। সোনা উদ্ধারের পর ওই বিদেশি নাগরিককে গ্রেফতার করে আদালতে হাজির করানো হলে তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

শনিবার একই বিমানবন্দর থেকে অন্য এক যাত্রীর থেকেও সোনা উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, জিশান নামে ওই যাত্রীর কাছ থেকে ১ কোটি ১ লক্ষ টাকা মূল্যের সোনার গুঁড়ো পাওয়া গিয়েছে। সেগুলি মোমের মধ্যে পুড়ে আনা হয়েছিল বলে অভিযোগ।শুল্ক দফতরের দাবি, জিশান নামে ওই যাত্রীকে গ্রেফতারির পর জেরায় জানা গিয়েছে, দু’জন ভারতীয় যাত্রীর মাধ্যমে ওই বিপুল সোনা মুম্বই বিমানবন্দরের লাউঞ্জের কর্মীর হাত ঘুরে অভিযুক্তের কাছে পৌঁছেছিল।

You may also like

Leave a Comment