বেতাগা সাইনবোর্ড এলাকায় জাতীয় সড়কে দুইটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে আহত ৪
ঘটনার বিবরনে জানাযায় বৃহস্পতিবার শান্তির বাজার মহকুমার সাইনবোর্ড এলাকায় জাতীয় সড়কে টি আর ০৮ ১৯৪৭ নাম্বারের একটি মালবাহী ট্রাক ও একটি বলেরু গাড়ীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতেকরে বলেরু গাড়ীটি জাতীয় সড়কথেকে ছিটকেপরেগিয়ে পাশ্ববর্তী একটি বাড়ীতে গিয়েপরে। এইদুর্ঘটনায় বলেরু গাড়ীতে থাকা ৪ জন আহত হয়। দুর্ঘটনার খবরপেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিতহয়ে আহতদের ঘটনাস্থলথেকে উদ্ধার করে চিকিৎসারজন্য শান্তির বাজার জেলাহাসাপাতলে নিয়েআসে। দুর্ঘটনায় আহতরাহলো জামজুরির মুড়াপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ দত্ত ( ৪২ ), মগ পুষ্করনির বাসিন্দা তপন দাস ( ৪২ ), বিলোনিয়ার বাসিন্দা কমল সরকার ( ৬০ ) ও মাতারবাড়ির বাসিন্দা শঙ্কর দাস ( ৩৬ )। আহতরা বর্তমানে শান্তির বাজার জেলা হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অপরদিকে জানাযায় ট্রাক চালক দুর্ঘটনার পরবর্তীসময় ঘটনাস্থলথেকে পালিয়েগেছে।