প্রতিনিধি, বিশালগড়, ৩০ মার্চ।। চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রঘুনন্দন মর্যাদাপুরষোত্তম শ্রী রামচন্দ্র। অযোধ্যার অধিপতি রাজা দশরথ পুত্র সন্তানের আকাঙ্খায় যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞের প্রসাদ পায়েস সেবন করে রাজা দশরথের তিন পত্নী মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন। অযোধ্যার রাজপরিবার সহ গোটা অযোধ্যা নগরী আনন্দে মেতে উঠেছিল। সেই রামচন্দ্র পরিবর্তী সময়ে মর্যাদা পুরুষোত্তম হিসেবে সম্মানিত হয়েছিলেন। রাজা দশরথের জেষ্ঠ পুত্র রামচন্দ্র সত্য ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। আজও ভারতবাসী সহ গোটা পৃথিবীর সনাতনীদের কাছে শ্রী শ্রী রামচন্দ্র আদর্শ পুরুষ। তাই ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথিতে রামনবমী উৎসব পালন করে সনাতনীরা। বৃহস্পতিবার বিশালগড়ে সুসজ্জিত শোভাযাত্রা ছিল বেশ নজরকাড়া। বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা উপপ্রান্তের সিপাহীজলা জেলার উদ্যোগে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সনাতনী নাগরিকেরা গেরুয়া ধ্বজ হাতে নিয়ে মাথায় গেরুয়া পাগড়ি পড়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রার সম্মুখভাগে সুসজ্জিত ট্যাবলুতে ছিল চিন্ময়ী রাম লক্ষণ সীতা এবং রামভক্ত হনুমান। রামনবমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা উপভোগ করতে জাতীয় সড়কের দু’পাশে অসংখ্য সনাতনী ভক্ত উপস্থিত ছিলেন।
102