Home » বিশালগড়ের মেধাবী ছাত্রের পাশে দাঁড়ান বিধায়ক সুশান্ত দেব

বিশালগড়ের মেধাবী ছাত্রের পাশে দাঁড়ান বিধায়ক সুশান্ত দেব

by admin

প্রতিনিধি, বিশালগড়, ২৪ মার্চ।।
জাতীয়স্তরে আইআইটি প্রবেশিকা পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য প্রথম স্থান দখল করলো বিশালগড়ের কৃতি সন্তান বিশ্বজিত দেবনাথ। দেশের প্রথম সারির বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা প্রশিক্ষণকেন্দ্র আইআইটির জয়েন্ট এডমিশন টেস্ট ফর মাস্টার্স পরীক্ষায় জাতীয়স্তরে ৪৬০ র্যাঙ্ক এবং রাজ্যে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে বিশালগড়ের তেবাড়িয়া এলাকার চাষী ললিত দেবনাথের পুত্র বিশ্বজিত দেবনাথ। কৃতী ছাত্রের পিতা ললিত দেবনাথ শারীরিক অসুস্থতায় সজ্জা শায়ী । মা বিড়ি শ্রমিক। পারিবারিক অভাব অনটন নিত্যসঙ্গী। আর্থিক প্রতিবন্ধকতা মেধার বিকাশে বাধা হতে পারেনি। একাগ্রতা আর কঠোর অধ্যাবসায় অনন্য নজির গড়ল বিশ্বজিৎ। টিউশন পড়ার সুযোগ ছিলনা। শুধুমাত্র ইন্টারনেটকে পুঁজি করে সফলতার গন্ডি ছুঁয়েছে এই মেধাবী ছাত্র। বৃহস্পতিবার সন্ধ্যায় কৃতি ছাত্র বিশ্বজিতের বাড়িতে ছুটে যান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। বিশালগড় মহকুমা শাসক বিনয় ভুষন দাসকে সঙ্গে নিয়ে কৃতি সেই সন্তানের উৎসাহ বর্ধনের পাশাপাশি আগামী দিনে যেকোন সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিধায়ক সুশান্ত দেব তৎক্ষনাত তার হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দিয়ে পরবর্তী ধাপে আরও সহযোগিতার আশ্বাস দেন। অভাবী পরিবারের ছাত্রের সফলতায় খুশি স্থানীয়রা। অসুস্থ বাবা এবং মা চাইছে ছেলেকে উচ্চ শিখরে পৌঁছাতে সকলের সহযোগিতা।

You may also like

Leave a Comment