98
ধর্মনগর প্রতিনিধি।
মঙ্গলবার ভোররাতে আনুমানিক তিনটায় দেওয়ান পাশা তিন নম্বর ব্রিজের কাছে পরপর তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেল। বিধানসভার নিজেকে এলাকাটি ৫৭ যুবরাজ নগর এলাকাধীন এবং ধর্মনগর কলিয়া শহর মূল সড়কের পার্শ্ববর্তী। সকালে দোকানের মালিকরা তাদের দোকানের ধ্বংসাবশেষ ছাড়া কিছুই পায়নি। ঘটনার খবর পেয়ে ধর্মনগর পুরো পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার এলাকায় ছুটে যান। যাদের দোকান পুড়ে ছাই হয়েছে তাদের দোকান যুবরাজনগর বিধানসভা এলাকাধীন হলেও তাদের প্রত্যেকের বাড়ি ৫৬ ধর্মনগর বিধানসভা এলাকায় এবং ধর্মনগর পুর পরিষদ এলাকার মধ্যেই। চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার তাদের বাড়িতে গিয়ে আশ্বাস দেন এবং ধর্মনগরের মহকুমা ম্যাজিস্ট্রেটকে বলে আপাতত ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেন।