ধর্মনগর প্রতিনিধি।
ধর্মনগর মহাকুমা অফিস সমস্ত দপ্তর গুলিতে দালালদের আতুর ঘরে পরিণত হয়েছে। প্রত্যেকটা দপ্তর কাজের নামে চলছে লুট রাজত্ব নির্বাচনের আগে নির্বাচনের নাম করে নির্বাচনের চেয়ে এখন কায্যজ হবে না বলে মানুষকে প্রতিদিন বিমুখ হয়ে পড়তে হয়েছে বিভিন্ন দপ্তর থেকে। বর্তমানে নির্বাচন শেষে এখনো মানুষকে বিভ্রান্তির শিকার হতে হচ্ছে পিআরটিসি, ওবিসি, রেজিস্ট্রি ফুড সেকশন সর্বত্র চলছে দালালদের ছত্রছায়া। ধর্মনগর মহকুমা শাসক আসার পরে এই দালাল রাজত্ব বন্ধ করার জন্য কিছুটা সক্রিয় ভূমিকা নিলেও বর্তমানে সবকিছুই আগের মত নেই মানুষের রাস্তা ছিল মহাকুমা শাসক এসে যেভাবে প্রশাসনের তৎপরতা দেখিয়েছিল আসলে কাজের কাজ কিছুই করেননি. রাজ্য সরকার চাইছে সঠিকভাবে মানুষ যাতে সঠিকপরিষেবা পায় তার জন্য রাজ্যের সমস্ত কর্মচারীগণ সঠিকভাবে কাজ করে যান কিন্তু রাজ্য সরকারের এই প্রয়াসকে ভুলন্ডিত করতে একাধারে সরকারী কর্মচারী অন্যদিকে দালাল গোষ্ঠী বর্তমান রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করছে শুধুমাত্র তাই নয় কিছু সংখ্যা পুরুষ এবং মহিলা সরকারি কর্মচারী অফিস চলাকালীন সূরা সত্য হয়ে কাজ করে চলেছে। এমন অবস্থা দাঁড়িয়েছে যে মহিলারা বিভিন্ন পার্টি সার্টিতে পুরস্কার কে টপকে উপরের স্তরে নিয়ে যাচ্ছে। না হলে নাকি সরকারি কাজ করা যায় না। এই হচ্ছে ধর্মনগর মহকুমা শাসকের অফিসে কর্মসংস্কৃতি। উল্লেখ্য এদের কোন ধরনের বদলি নেই এরা বাম আমলেও রাজত্ব কায়েম করেছে রাম আমলেও রাজত্ব কায়েম করে চলেছে। এবার দ্বিতীয়বারের জন্য রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে মানুষ প্রতীক্ষায় রয়েছে এবার সেই পুরনো প্ প্রথার পরিবর্তন হবে কিনা।
ধর্মনগর মহকুমা অফিসে চলছে চূড়ান্ত দুর্নীতি, কর্মসংস্কৃতি অবহেলিত।
87