Home » ৪০ এর অধিক নিয়ে ক্ষমতায় ফিরছে বিজেপি , বললেন অভিষেক

৪০ এর অধিক নিয়ে ক্ষমতায় ফিরছে বিজেপি , বললেন অভিষেক

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

মঙ্গলবার দুপুরে উদয়পুর জেলা বিজেপি দলীয় অফিসে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গোমতি জেলার বিজেপির জেলা সভাপতি অভিষেক দেবরায় , গোমতি জেলার মহিলা মোর্চার জেলা সম্পাদিকা সবিতা নাগ ও গোমতী জেলার সাধারণ সম্পাদক উত্তম দে সহ প্রমুখ । এদিনের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলার সভাপতি অভিষেক দেবরায় বলেন , বিপুল ক্ষমতায় নিয়ে দ্বিতীয় বার সরকার গড়ছে ভারতীয় জনতা পার্টি রাজ্যের বুকে ।‌ এদিকে বিরোধীরা সংবাদ মাধ্যমকে যেভাবে তীব্র আক্রমণ করেছেন টাকা দিয়ে এক্সিট পোল দেখানো হয়েছে তা তীব্রভাবে আক্রমণ শানান এবার বিজেপি । শাসকের আক্রমণে এদিন এক প্রকার বিরোধীদেরকে কম্পন ধরিয়ে দেয় অভিষেক । অভিষেক বলেন , কংগ্রেস যে দাবি করেছে গোমতী জেলায় সাতটি আসনে জয়ী হবে তা কখনো সম্পূন্ন হবে না তাদের স্বপ্ন । গোমতী জেলায় বিজেপির ছয়টি আসনে জয়লাভ করবে বলে তিনি আশাবাদী একই সাথে অপর একটি আসনে হাড্ডা হাড্ডি লড়াই হবে । এমনটাই বললেন জেলা সভাপতি অভিষেক দেবরায়। সব মিলিয়ে এইদিন অভিষেক দাবি করেন বিজেপি ৪০ টির উপরে আসন সংখ্যা নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসছে ত্রিপুরার বুকে ।

You may also like

Leave a Comment