প্রথম দিনের শেষে বড় রান তোলার ইঙ্গিত দিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই জো রুট এবং হ্যারি ব্রুক শতরান করেন। বাকিরা সে ভাবে রান পাননি। তাতেও ৪৩৫ রান তুলে ফেলে ইংল্যান্ড। ইনিংস ডিক্লেয়ার করে দেয় তারা। ব্যাট করতে নেমে ১৩৮ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে নিউ জ়িল্যান্ড।
প্রথম দিনের শেষে ১৮৪ রানে অপরাজিত ছিলেন ব্রুক। শনিবার তিনি মাত্র ২ রান যোগ করেন। ১৮৬ করেই আউট হয়ে যান ব্রুক। রুট করেন ১৫৩ রান। তিনি অপরাজিত থেকে যান। বেন স্টোকস ২৭ রান করেন। ব্রুক এবং রুট ছাড়া ইংল্যান্ডের কোনও ব্যাটার ৩০ রানের গণ্ডি পার করতে পারেননি। ৮৭.১ ওভারে ৪৩৫ রান তোলে ইংল্যান্ড। হাতে ২ উইকেট থাকলেও ইনিংস ডিক্লেয়ার করে দেয় তারা। নিউ জ়িল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন ম্যাট হেনরি। ২ উইকেট নেন মাইকেল ব্রেসওয়েল। একটি করে উইকেট নেন টিম সাউদি এবং নিল ওয়েগনার।
শতরানের পর রুট বলেন, “আমার মনে হয়ে এই শতরানটা দলের পাওনা ছিল। অনেক দিন হয়ে গিয়েছে দলের জন্য বড় রান করিনি। এরকম বড় একটা জুটি গড়তে পেরে ভাল লাগছে। সব থেকে ভাল ব্যাপার হচ্ছে ব্রুকের শতরানটা আমি সব থেকে ভাল জায়গা থেকে দেখতে পেরেছি। প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। আমার কাজটা সহজ করে দিয়েছিল ও। বোলারদের চাপে ফেলে দিয়েছিল ব্রুক।” ১০টা চার এবং তিনটি ছক্কা মারেন রুট।