তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্ক হয়। কেউ চুপ করে থাকেন, কেউ প্রতিক্রিয়া জানান। হংসিকা মতওয়ানি তাঁর বিয়ে নিয়ে তৈরি হওয়া বিতর্কে চুপ করে থাকলেন না। অভিযোগ উঠেছিল, বান্ধবীর ঘর ভেঙে নিজের সংসার পেতেছেন তিনি। সমাজমাধ্যমে একের পর এক ট্রোলের মুখে পড়েন ‘সোনপরী’ খ্যাত অভিনেত্রী।
হংসিকার বর্তমান স্বামী যে তাঁরই এক বান্ধবীর প্রাক্তন স্বামী। এর মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তাঁর বিয়ে নিয়ে বানানো রিয়্যালিটি শো ‘লভ, শাদি, ড্রামা’। সেই অনুষ্ঠানেও আভাস মিলেছে বিতর্কের।
হংসিকা বিয়ে করেছেন সোহেল খাতুরিয়াকে। তাঁদের রাজকীয় বিবাহ-অনুষ্ঠান হয়েছিল ২০২২ সালের ৪ ডিসেম্বর, রাজস্থানের জয়পুরের মুন্ডোটা দুর্গে। ওই বছরই নভেম্বরে তাঁরা সম্পর্কে থাকার কথা ঘোষণা করেছিলেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে হংসিকা জানিয়েছেন, সোহেলকে তাঁর ‘বেস্ট ফ্রেন্ড’ বলেন তিনি। ‘হংসিকাস লভ, শাদি ড্রামা’ অনুষ্ঠানে প্রকাশ্যে আনেন তাঁদের সম্পর্কের কথা, বিবাহ অনুষ্ঠান এবং তাঁদের ঘিরে তৈরি হওয়া নানা প্রসঙ্গও।