তেলিয়ামুড়া প্রতিনিধি –
নির্বাচনি প্রচারের দোরগোড়ায় এসে তৃনমূল কংগ্রেস দল ২৮ তেলিয়ামুড়া প্রার্থীর সমর্থনে এক সাড়াজাগানো সভা করে শনিবার বিকালে মোহরছড়া বাজারে । এই সভাতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের নেতা তথা পশ্চিমবংগের দলের মুখপাত্র সুপ্রিয় চন্দ্র, তৃনমূল কংগ্রেসের খোয়াই জেলা কমিটির সভাপতি অশোক দাশগুপ্ত, প্রার্থী রবি চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। এই সভায় পশ্চিম বাংলা থেকে আগত সুপ্রিয় চন্দ্র উপস্থিত জনতার উদ্যেশ্যে ভাষন রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমালোচনায় মুখরিত হয়ে উঠেন। তিনি এটাও বলেন ত্রিপুরা রাজ্যের গনতন্ত্র পুনরুদ্ধার করার জন্য তৃনমুল কংগ্রেসের প্রয়োজন। তৃনমূল কংগ্রেস দলই গনতন্ত্র পুনরুদ্ধার করতে পারে। মানুষের রুটি রুজির ব্যবস্থা করে দিতে পারে একমাত্র তৃনমূল কংগ্রেস। তাই উপস্থিত জনতার প্রতি তিনি আহন্বান জানান আগামি ১৬ ই ফেব্রুয়ারি পবিত্র ভোট তৃনমূল দলের প্রার্থী কেই দেওয়ার জম্য।
তৃনমূল কংগ্রেস দল ২৮ তেলিয়ামুড়া প্রার্থীর সমর্থনে এক সাড়াজাগানো সভা
101