প্রতিনিধি , উদয়পুর :-
শনিবার দুপুর দুইটায় উদয়পুর ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ময়দানে নির্বাচনের জনসভা অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টির । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এদিন দুপুরে সবার শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী উদয়পুর শহরে এক রোড শো করেন । রোড শো শেষে জনসভায় যোগ দেন তিনি । তাকে মঞ্চে স্বাগত জানান ত্রিপুরার উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন । সাথে ছিলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক থেকে শুরু করে গোমতী ও দক্ষিণ জেলার বিজেপি মনোনীত প্রার্থীরা । নির্বাচনী জনসভায় ভাষণ রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন , ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের মানুষ মানিক ফেলে হীরা নিয়ে এসেছিলো । এরাজ্য তৈরি হয়েছে ডাবল ইঞ্জিনের সরকার । এই সরকার তৈরি হওয়ার ফলে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা , মহারাজে বীর বিক্রম কিশোর মানিককে নামে আন্তর্জাতিক বিমানবন্দর , রেলপথে যোগাযোগ ও বাংলাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থা সংযোগ করা হয়েছে । প্রধানমন্ত্রী বলেন , ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় সরকার থেকে ত্রিপুরাকে বিভিন্ন খাতে যে টাকা বরাদ্দ করা হতো সে সকাল টাকা বিগত সময় বামপন্থীদের সরকার থাকাকালীন কারণে সে সময় বিভিন্ন প্রকল্পের টাকা রাজ্যে খরচ করা হতো না । এছাড়া বামপন্থীদের সরকার গত ২৫ বছর এবং কংগ্রেসের জোট সরকার পাঁচ বছর থাকাকালীন অবস্থায় গ্রামীণ এলাকার সাথে শহর এলাকার যোগাযোগ ব্যবস্থা ততটা ভালো ছিল না। উন্নয়নের বিকাশের জন্য কোন কাজ করেনি বিগত সরকার । প্রধানমন্ত্রী বলেন , বর্তমানে বামপন্থী ও কংগ্রেস দল জোট করে এই রাজ্যে ভোটে লড়াই করছে । বিগত দিনে একে অপরের বিরোধী প্রতিপক্ষ হিসাবে কাজ করতো । বর্তমান সময়ে দাঁড়িয়ে ভোটে লড়াই করার জন্য জোট বদ্ধ হয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তোলার জন্য এই জোট গটবন্ধন হয়েছে বলে মোদি তীব্র আক্রমণ শানান বামপন্থী ও কংগ্রেস দলের এই জোটকে। তিনি বলেন তাদের কাছ থেকে সতর্ক থাকতে হবে রাজ্যবাসীকে । এছাড়া তিনি বলেন ত্রিপুরা সুন্দরী মায়ের এই পবিত্র ভূমিতে গোমতী নদী জীবিকার এক যে মাধ্যম তা আগামী দিনে আরও উন্নত করা হবে । একই সাথে ত্রিপুরেশ্বরী মায়ের পূণ্যভূমির মধ্য দিয়ে এক নতুন পরিচয় পেয়েছে রাজ্য । প্রধানমন্ত্রী বলেন আগামী ১৬ ই ফেব্রুয়ারি পদ্মফুলে ভোট দিয়ে দ্বিতীয় বার এই রাজ্যে ভাজপা সরকার তৈরি করতে হবে এবং উন্নয়নকে আরো দ্রুত গতিতে ছড়িয়ে দিতে হবে । প্রধানমন্ত্রী বলেন বিশ্বাস রাখতে হবে আগামী দিন যে সকল গরিব মানুষের মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাননি তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়া হবে । একই সাথে বিজেপি সরকার এই রাজ্যে ক্ষমতা থাকার কারণে প্রতি ঘরে নাল থেকে জল পৌঁছাতে পেরেছে সরকার । তাই দ্বিতীয়বারের জন্য ভাজপা সরকার তৈরি করতে হবে এই রাজ্যবাসীকে । প্রধানমন্ত্রীর জনসভা কে ঘিরে এদিন ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ময়দানে দলীয় কর্মী ও সমর্থকদের উপচে পড়া ভীর লক্ষ্য করা যায় ।