
তেলিয়ামুড়া প্রতিনিধি :-
এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলান্যাস এবং ভুমিপুজন সহ মঙ্গল প্রদীপ পজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল তেলিয়ামুড়া মহকুমা আদালতের নতুন বাড়ির। সোমবার বিকাল ৩ টায় এই ভুমি পূজন এবং শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা উচ্চ আদালতের মূখ্য বিচারপতি টি আমরনাথ গওর, উচ্চ আদালতের বিচার পতি অরিন্দম লোদ, ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক তথা বিধায়িকা কল্যানী রায়, খোয়াই দায়রা আদালতের বিচারপতি সহ অন্যান্যরা। পরে বিধায়িকা কল্যানী রায় আলোচনা করতে গিয়ে বলেন, তেলিয়ামুড়া মহকুমাবাসীর দীর্ঘবছরের দাবী আজ পূর্ণ হল। এখন আর তেলিয়ামুড়া মহকুমা বাসিকে বিচারের জন্য অর্থখরচ করে খোয়াই যাতায়াত করতে হবে না। ছোট খাট ঝামেলা বিচারের জন্য খোয়াই যাতায়াতের সমস্যা এবং ঝামেলার অবসান হয়ে যাবে তেলিয়ামুড়াতেই। আগামী কয়েক দিনের মধ্যেই তেলিয়ামুড়া মহকুমা আদালতের কাজকর্ম শুরু হয়ে যাবে। তিনি এও জানান এখন যেখানে পাবলিক লাইব্রেরি এবং স্পোর্টস অফিস রয়েছে সেখানেই আপাতত মহকুমা আদালতের কাজকর্ম চলবে। তিনি আরও জানান বর্তমান ডি সি অফিস যে জায়গায় রয়েছে সেখানেই তৈরী করা হবে মহকুমা আদালতের নতুন পাকা দালান বাড়ী। আজকের এই শিলান্যাস এবং ভুমিপূজনের পরেই এর নির্মান কাজ শুরু হবে বলে জানান বিধায়িকা কল্যানী রায়।
জানা যায় ২৩ রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাকলগ্নে তেলিয়ামুড়া মহাকুমা বাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হল আজ অর্থাৎ সোমবার।