109
আগরতলা : রাজধানী আগরতলার খয়েরপুর বিধানসভার বিভিন্ন জায়গায় ৭টি নির্বাচনি বুথ অফিসের উদ্বোধন হয় রবিবার। এগুলির আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ও বিধানসভার স্পিকার রতন চক্রবর্তী। বর্নাঢ্য শুভাযাত্রা এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে নির্বাচনি অফিস উদ্বোধন হয়। এই অফিস গুলির উদ্বোধনে কার্যকর্তাসহ সাধারণ মানুষের উৎসাহ ছিল লক্ষণীয়। তাছাড়া কাশিপুর ২১নং বুথে ৩ পরিবারের ১৬জন লোক সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন স্পিকার রতন চক্রবর্তী।