Home » বিজেপির ৪২ নং নির্বাচনী বুথ অফিসের উদ্বোধন করলেন পুর চেয়ারম্যান

বিজেপির ৪২ নং নির্বাচনী বুথ অফিসের উদ্বোধন করলেন পুর চেয়ারম্যান

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

ভারতীয় জনতা পার্টি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার থেকে মকর সংক্রান্তির সন্ধ্যায় ৩১ রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের ৪২ নং নির্বাচনী বুথ অফিস এর উদ্বোধন করা হলো । এদিন সন্ধ্যা রাতে উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার কে পুষ্প বৃষ্টি দিয়ে মিছিলের মাধ্যমে নির্বাচনী বুথ অফিসের সামনে নিয়ে আসে । পরে প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে নির্বাচনী বুথ অফিসের উদ্বোধন করেন পুর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার । বুথ অফিস উদ্বোধন শেষে ভাষণ রাখতে গিয়ে পুর চেয়ারম্যান বলেন , এই ৪২ নং বুথে রাজ্য বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে গরীব অংশের সাধারণ মানুষকে সামাজিক ভাতা , অটল জলধারা প্রকল্পে বিনামূল্যে বাড়ি বাড়ি দেওয়া হয়েছে ।‌ এদিন পুর চেয়ারম্যান বলেন আগামী দিনে রাজ্য সরকার ক্ষমতায় আসার পর আরো ঢালাও হারে চাকরি দেবে সরকার । পৌর চেয়ারম্যান সকলের কাছে আবেদন করেন বিজেপির পদ্মফুলে ভোট দিয়ে দ্বিতীয়বার যেন সরকারকে আনা যায় সেদিকে লক্ষ্য রেখে সকলকে একত্রে কর্মীদেরকে সাথে নিয়ে কাজ করতে হবে । এদিন বুথ অফিস উদ্বোধন কে কেন্দ্র করে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো ।

You may also like

Leave a Comment