Home » অবাধ হিংসা মুক্ত ভোট করতে বিশালগড়ে রঙ্গোলী উৎসব

অবাধ হিংসা মুক্ত ভোট করতে বিশালগড়ে রঙ্গোলী উৎসব

by admin

প্রতিনিধি, বিশালগড়, ১৩ জানুয়ারি।। হিংসা মুক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটকে উৎসবের রূপ দেওয়ার প্রক্রিয়া চলছে। এরজন্য বিশালগড় মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে বেশ কিছু কার্যক্রম হাতে নেয়া হয়েছে। কার্যক্রম গুলো বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার অনুষ্ঠিত হয় সর্বদলীয় বৈঠক। মহকুমা শাসকের মিলনায়তনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার বিনয় ভূষণ দাস, অতিরিক্ত জেলা শাসক জে এল দুয়াতি, মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস, অতিরিক্ত মহকুমা শাসক ত্রিদিপ সরকার। সকল রাজনৈতিক দলের প্রতিনিধি বৈঠকে অংশ নিয়ে মতামত ব্যাক্ত করেন। মহকুমা শাসক বিনয় ভূষণ দাস জানান “জিরো পোল ভায়োলেন্স” কমিশনের লক্ষ। পরিকল্পনা বাস্তবায়নে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পথনাটক করা হয়েছে সর্বত্র। এছাড়া রঙ্গোলী উৎসব করা হবে। বিভিন্ন জনবহুল এলাকায় এবং বাড়ি বাড়ি আলপনা আঁকার মাধ্যমে নির্বাচন সংক্রান্ত বার্তা আমজনতার কাছে পৌঁছে দেয়ার কাজ চলছে। তাছাড়া শনিবার বিশালগড়ে হবে ভোট পার্বণ উৎসব। পুর পরিষদের বাইক পার্কিং জোনে পিঠাপুলি উৎসব এবং ভোট পার্বণে সকলের উপস্থিতি কামনা করেন মহকুমা শাসক বিনয় ভূষণ দাস। এছাড়া কমিশনের মিশন ৯২৯ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। গত নির্বাচনে রাজ্যের ৯২৯ টি বুথে ৮৮ শতাংশের নীচে ভোট কাস্টিং হয়। সেই বুথ গুলিতে ভোটের হার বৃদ্ধি করাই এই মিশনের উদ্দেশ্য।

You may also like

Leave a Comment