Home » জিরো পোল ভায়োলেন্সের উপর কল্যাণপুরে সেমিনার করল মহকুমা প্রশাসন

জিরো পোল ভায়োলেন্সের উপর কল্যাণপুরে সেমিনার করল মহকুমা প্রশাসন

by admin

প্রতিনিধি কল্যাণপুর ৯ জানুয়ারি।

কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ এবং উৎসবের মেজাজে ভোট করার লক্ষ্যে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে জিরো পোল বায়োলেন্সকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।আসন্ন বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কল্যাণপুরে চালু জিরো ভায়োলেন্স মিশন ৯২৯। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে ভোটাররা সবাই যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই লক্ষ্যে ‘জিরো পোল ভায়োলেন্স মিশন ৯২৯’চালু করেছেন তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী। এ বিষয়ে সোমবার কল্যানপুর লোটাস কমিউনিটি হলে সব রাজনৈতিক দলদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। অংশ নেন বিএল ওরাও। বিভিন্ন দল যেমন বিজেপি, সিপিআইএম, কংগ্রেস তিপরামতা দলের নেতাকর্মীরা অংশ নেন। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এই সভাতে বক্তব্য রাখেন মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, কল্যাণপুর ব্লকের বিডিও তথা এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তরুণ কান্তি সরকার, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা, আইটিবিপি পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হেমন্ত শর্মা। মন্ত্রী ছিলেন দুই ডিসিএম অঞ্জন দাস এবং শ্রাবণী রায়। মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তীর বক্তব্য রাখতে গিয়ে বলেন, আপনাদের সকলের সহযোগিতায় আগামী নির্বাচনে জিরো পোল ভায়োলেন্স একটা নজির সৃষ্টি করতে চাই। আমাদের রাজ্যে সহ বিভিন্ন রাজ্যে নির্বাচন নিয়ে বিভিন্ন সমস্যার অশান্তির সৃষ্টি হয়। সেই কারণে নির্বাচন কমিশন জিরো পোল ভায়োলেন্স মিশন ৯২৯ চালু করেছেন।

You may also like

Leave a Comment