Home » তেলিয়ামুড়ায় রান ফর হর্ন বিল পদযাত্রা অনুষ্ঠিত হয়

তেলিয়ামুড়ায় রান ফর হর্ন বিল পদযাত্রা অনুষ্ঠিত হয়

by admin

প্রতিনিধি তেলিয়ামুড়া।৬ই ডিসেম্বর।
চতুর্থ তম হর্নবিল উৎসবের নানান কর্মসূচির অঙ্গ হিসেবে আজ তেলিয়ামুড়ায় রান ফর হর্ন বিল পদযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে আটটায় তেলিয়ামুড়া টাউন হল চিত্রাঙ্গদা কলা কেন্দ্র প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়। তেলিয়ামুড়া বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় টাউন হল প্রাঙ্গণ এ এসে শেষ হয়। খোয়াইজেলা বন আধিকারিক অক্সয় বোরদে পদযাত্রার সূচনা করেন। এর আগে হর্নবিল পাখির জীবনশৈলী এবং আমাদের সমাজে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন জেলা বন আধিকারিক অক্ষয় বোরদে এবং তেলিয়ামুড়া মহাকুমা বন আধিকারিক সাবির কান্তি দাস। পদযাত্রায় সীমান্ত রক্ষি. সিআরপিএফ. টিএসআর জোয়ানসহ এনএসএস. স্কাউট এন্ড গাইড এবং বনদপ্তরের কর্মীসহ সাধারণ মানুষেরও অংশ নেন। তেলিয়ামুড়া পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় ও অংশ নেন। এবছর হর্নবিল উৎসব চতুর্থতম। ইতিমধ্যেই উৎসবকে সামনে রেখে বসে আঁকো প্রতিযোগিতা. খেলাধুলা সহ সাতটি জেএফএমসি কমিটি এলাকায় হর্নবিল সচেতনতায় নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল উৎসবের শেষ দিন। ইতিমধ্যেই বড়মূড়া ইকোপার্ক কে সাজিয়ে তোলা হয়েছে। আগামীকাল রাজ্যের উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

You may also like

Leave a Comment