114
প্রতিনিধি, বিশালগড় ৫ জানুয়ারি।। বিশালগড় থানাধীন চেলিখলা কার্যত গাঁজা সাম্রাজ্য গড়ে উঠেছে। গাঁজার ফসল ঘরে তোলার মুহূর্তে পুলিশের অভিযান তীব্রতর হয়েছে। বৃহস্পতিবার বিশালগড় থানার পুলিশ, চড়িলাম বন দপ্তর এবং সিআরপিএফের যৌথ অভিযান সংগঠিত হয় চেলিখলা এলাকায়। গজারিয়া এবং চেলিখলায় কুড়িটি বাগান ধ্বংস করেছে যৌথ বাহিনী। আনুমানিক ৭৫ হাজার গাজাঁ গাছ ধ্বংস করা হয়েছে। গাজাঁ চাষি এবং কারবারিরা বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু কোন লাভ হয়নি। অভিযানের নেতৃত্বে ছিলেন পুলিশ ইন্সপেক্টর সুমন উল্লাহ কাজী, সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস। গোটা এলাকায় সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয় । কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ধ্বংস করা হয় গাঁজা বাগান। কিছু উশৃংখল গাঁজা কারবারি গোলমাল পাকানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর দাবড়ানি খেয়ে লেজ গুটিয়ে পালায়।