Home » রাষ্ট্রবাদী সরকার চায় মজদুর সঙ্ঘ

রাষ্ট্রবাদী সরকার চায় মজদুর সঙ্ঘ

by admin

প্রতিনিধি, বিশালগড়, ৫ জানুয়ারি।। রাজ্যে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা হোক। চাইছে মজদুর সঙ্ঘ। বৃহস্পতিবার ভারতীয় মজদুর স়ংঘের উদ্যোগে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে প্রয়াস পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ সিপাহীজলা কমিটির সভাপতি পার্থপ্রতিম কর, বাস জীপ চালক সংঘের ভাইস প্রেসিডেন্ট সজল কুমার দেব, সিপাহীজলা জেলা ভারতীয় মজদুর সংঘের সম্পাদক সজল কুমার দেবনাথ, সহসভাপতি রামু দেবনাথ প্রমুখ । আগামী বিধানসভা নির্বাচনে পুনরায় রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠার জন্য কর্মচারী থেকে শুরু করে চালকদের কাছে আহ্বান রাখেন নেতৃবৃন্দ। প্রয়াস সভা শেষে কার্যকর্তাদের নিয়ে বিশ্রামগঞ্জ বাজারে মিছিল সংগঠিত হয়। রাজ্যে পুনরায় রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করার জন্য মজদুর সঙ্ঘ আরও অনেক কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান সংঘের নেতৃত্ব।

You may also like

Leave a Comment