আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনেরেখে ৩৮ জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং এর নেতৃত্বে প্রতিনিয়ত চলছে নানান কর্মসূচী। এরইমধ্যে নির্বাচনকে সামনেরেখে শনিবার মন্ডল সভাপতি অজয় রিয়াং এর নেতৃত্বে জোলাইবাড়ী দ্বাদশশ্রেনী বিদ্যালয়মাঠে এক প্রকাশ্য জনসভার আয়োজন করাহয়। আজকের এই জনসভার প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা। প্রধানবক্তার পাশাপাশি আজকের এই জনসভায় উপস্থিতছিলেন বিজেপির দক্ষিনজেলার সভাপতি তথা সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, ত্রিপুরার কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, দক্ষিন জেলা পরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত, ৩৮ জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং, বিজেপির দক্ষিন জেলার সম্পাদক বিকাশ বৈদ্য সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দরা। আজকের এই জনসভায় বক্তব্যরাখতেগিয়ে বক্তারা রাজ্যে বিজেপি সরকার গঠনের পর কি কি উন্নয়নমূলক কাজ করেছেন তার কিছু তথ্য বক্ত্যের মাধ্যমে জনসন্মুখে তুলেধরেন। তারপাশাপাশি বিগত বাম আমলের বিভিন্নকাজের তিব্র সমালোচনাকরেন। আজকের এই জনসভায় লোকসমাগম দেখে মুখ্যমন্ত্রী খোবই আপ্লুত। জোলাইবাড়ী দ্বাদশশ্রেনী বিদ্যালয়মাঠে আজকের লোকসমাগম দেখে সকলে আশাবাদী আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনিত প্রার্থী বিপুলভোটে জয়লাভ করবে। আজকের এই আলোচনাসভা শেষে অনুষ্ঠীত হয় এক যোগদানসভা। আজকের এই যোগদান সভায় সি পি আই এম, তিপ্রামথা ও আই পি এফ টি দল ত্যাগকরে ৫৭ পরিবারের ১৩২ ভোটার বিজেপিতে যোগদান করেন। দলত্যাগীদের হাতে দলীয় পতাকাদিয়ে বরন করেনেন মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা।
৩৮ জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতির উদ্দ্যোগে এক প্রকাশ্য জনসভার আয়োজন করাহয়।
by admin
written by admin
121