Home » সিপাহীজলা চিড়িয়াখানার সূবর্ণ জয়ন্তী ও মেঘলা চিতা উৎসব উদযাপন

সিপাহীজলা চিড়িয়াখানার সূবর্ণ জয়ন্তী ও মেঘলা চিতা উৎসব উদযাপন

by admin

প্রতিনিধি, বিশালগড়, ৩০ ডিসেম্বর।।
১৯৭২ সালে পথ চলা শুরু করেছিল সিপাহীজলা চিড়িয়াখানা। শুক্রবার সিপাহীজলা চিড়িয়াখানার ৫০ বছর পূর্তি এবং মেঘলা চিতা উৎসব উদযাপন করা হয়। সিপাহীজলা পিকনিক স্পটে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন। এদিনের অনুষ্ঠানে প্রথমবারের মত রাজ্যের পর্যটকদের সুবিধার্থে ইকো ডেভলপমেন্ট কমিটির মাধ্যেমে চিড়িয়াখানার রিবলভিং ফান্ড থেকে দশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রতি দুটি গ্রাম পঞ্চায়েত থেকে একজন ই-রিকশা চালক নির্বাচন করা হয়েছে।এতে জীব-জন্তুদের যেমন কোন অসুবিধা হবে না তেমনি পর্যটকদেরও অনেক দূর পর্যন্ত হাঁটার পরিবর্তে ই-রিক্সার মাধ্যমে বিভিন্ন এনক্লোজারের সামনে চলে যেতে পারবে। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বন আধিকারিক সহ মোট ৩৩ জন বিভিন্ন পদমর্যাদার আধিকারিক এবং ২৩ জন ওয়ার্কারকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি কেএস শেঠি, অতিরিক্ত পিসিসিএফ পি.এল আগারওয়াল, সিপাহীজলা জেলার বন-আধিকারিক প্রীতম ভট্রাচার্যী প্রমুখ। উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন এমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চিড়িয়াখানায় প্রতি বছর প্রচুর সংখ্যক পর্যটক আসেন। আরো পর্যটক টানতে দপ্তর উদ্যোগ নিয়েছে। নতুন লুপ্ত প্রায় আরও পশু পাখি আনার চেষ্টা চলছে। এর উন্নতি এবং সৌন্দর্য রক্ষা করা আমাদের সকলের কর্তব্য।

You may also like

Leave a Comment