Home » অর্কনীড়ে পাঁচ দিন ব্যাপি পিঠেপুলি উৎসব শুরু

অর্কনীড়ে পাঁচ দিন ব্যাপি পিঠেপুলি উৎসব শুরু

by admin

প্রতিনিধি, বিশালগড় ,৩০ ডিসেম্বর।। রসনা পাগল বাঙালির বাসনা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অর্কনীড়ের পিঠেপুলি উৎসব। প্রতি বছরের ন্যায় এবারেও সেকেরকোট স্থিত অর্কীনীড়ে শুরু হয়েছে স্বাবলম্বন গ্রামীণ উদ্যোগ মেলা ও পিঠেপুলি উৎসব। শুক্রবার সন্ধা রাতে ১৯ তম পিঠেপুলি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন মেলার চিফ কোঅর্ডিনেটর প্রমোদ লাল ঘোষ, সিডবির ম্যানাজার রাকেশ যাদব, স্থানীয় গ্রাম প্রধান দিপ্তী দে, সমাজ সেবক সুবীর চৌধুরী, ডুকলী পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দুলাল সরকার প্রমুখ। শীতের হিমেল হাওয়ার পিঠেপুলির স্বাদ নিতে মেলায় উপস্থিত হন রসনা পাগল মানুষ। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নানা ধরনের পিঠেপুলির পসরা নিয়ে বসেন। রয়েছে অন্যান্ন রকমারি খাবারের এবং গৃহসজ্জার সামগ্রী। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। সিনিয়র বাস্তুকার তথা মেলার কো অর্ডিনেটর পি এল ঘোষ বলেন রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বউদ্যোগী করতে অর্কনীড় বিশেষ ভূমিকা পালন করছে। পিঠেপুলি, গৃহস্থালী সামগ্রী, খেলনা ইত্যাদি তৈরির প্রশিক্ষণ অর্কনীড়ে দেয়া হয়েছে। পাঁচ দিন চলবে মেলা। বিকাল তিনটায় মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎসাহ প্রদানের পাশাপাশি নানান স্বাদের পিঠেপুলি আস্বাদন করতে সকলের উপস্থিতি কামনা করেন তিনি।

You may also like

Leave a Comment