প্রতিনিধি, বিশালগড়, ২৯ ডিসেম্বর।। চড়িলাম বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন । বৃহস্পতিবার প্রথমে বিশ্রামগঞ্জ ইনডোর স্টেডিয়াম এবং বিশ্রামগঞ্জ বিদ্যালয়ের প্রস্তাবিত ভবনের এর শিলান্যাশ করেন উপমুখ্যমন্ত্রী। বিশ্রামগঞ্জ মিনিস্ট্রিডিয়ামকে আধুনিকমানের ইনডোর স্টেডিয়ামে রূপান্তরিত করা হবে। তিন দিন পর শুরু হবে কাজ। এছাড়া ৮ কোটি টাকা খরচ করে বিশ্রামগঞ্জ স্কুলের আধুনিকমানের ভবন নির্মাণ কাজ চলছে। চল্লিশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বরকোবাড়ি এলাকার নাগরিকদের সুবিধার জন্য বেইলি ব্রীজ নির্মাণ হয়েছে। ব্রিজের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী।এছাড়া বিশ্রামগঞ্জ বাজারে কালী মন্দিরের সামনে বাজারের নতুন বিল্ডিং এর শিলান্যাস করেন উপমুখ্যমন্ত্রী। অনুষ্ঠান গুলিতে উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন চড়িলাম ব্লক বিএসির চেয়ারম্যান জাকুলো দেববর্মা, গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকার স্বপন রায়। সিপাহীজলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিবাকর শীল প্রমুখ । উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন বলেন করোনা মহামারী আমাদের সময় নষ্ট করেছে। তারপরেও চড়িলামে যে পরিমাণ কাজ হয়েছে তা বিগত পঁচিশ বছরে করতে পারেনি সিপিএম।
116
previous post