আসন্ন ২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী রাজ্যের ষাট টি মন্ডলেই মন্ডল ভিত্তিক কার্যকর্তা সম্মেলন এর অঙ্গ হিসাবে আসন্ন উত্তর জেলার বাগবাসা মন্ডল কিষানমোর্চার কার্যকর্তা সম্মেলন দক্ষিণ হুরুয়া গ্রামের জামিরালা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা জেলা কিষান মোর্চার সভাপতি বৃন্দাবন নাথ, ওবিসি মোর্চার প্রদেশ কমিটির সহ সভাপতি তথা এই বিধানসভার ২০১৮সালের প্রার্থী অ্যাডভোকেট প্রদীপ কুমার নাথ, কিষান মোর্চার প্রদেশ কমিটির সহ সভানেত্রী লিপিকা নাথ, প্রদেশ মুখপাত্র দিপাল দাস সহ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিকাশ নাথ, সম্পাদক বিমল মাহিস্য দাস,সুপ্রকাশ ভট্টাচার্য, পুষ্পা দাস,বিভিন্ন গ্রামের প্রধান, বুথ সভাপতি,সমিতির সদস্য , এবং বিজেপির একনিষ্ঠ কার্যকর্তাগণ। ওই সম্মেলনে বিশাল সংখ্যক মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাগবাসা কিষান মোর্চার মন্ডল সভাপতি পদ্মজিত দেব (মনি)। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রতিটি বক্তাই দৃঢ়তার সাথে উল্লেখ করেন তেইশের নির্বাচনে বাগবাসা কেন্দ্রে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে। এই সম্মেলনে বিশাল সংখ্যক মহিলাদের উপস্থিতিতে বক্তারা সন্তোষ ব্যক্ত করেন।সম্মেলন শেষে খিচুড়ি ভোজের আয়োজন ছিল।
119