প্রতিনিধি , বাগমা :-
শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চক্রান্তে নেমেছে বাম কংগ্রেস । এবার দলীয় কর্মসূচি চলাকালীন সময়ে বাগমায় কংগ্রেস দ্বারা আক্রান্তের শিকার হল ৩০ বাগমা মন্ডল কিষান মোর্চার সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ ও বিজেপি কর্মী রবীন্দ্র ঘোষ । গত মঙ্গলবার সন্ধ্যা রাতে শাসকদল বিজেপি দলীয় কর্মসূচি সংঘটিত করে বাগমায় । কিন্তু দলীয় কর্মসূচি চলাকালীন সময়ে রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা বিজেপি কর্মীদের ওপর হামলা করে । হামলা চলাকালীন সময় প্রাণ রক্ষার জন্য অন্ধকারে রাবার বাগানের এদিক ওদিক ছুটতে থাকে বিজেপি কর্মীরা। এই ঘটনার পর পরবর্তী সময় বাগমা ফাঁড়ি থানায় খবর দেওয়া হলে পুলিশ হামলার ঘটনার খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে । পরবর্তী সময় আহতদের পুলিশ উদ্ধার করে অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ি করে টেপানিয়া জেলা হাসপাতালে পাঠায় চিকিৎসা করানোর জন্য । এই ঘটনার খবর বিজেপি নেতৃত্বদের কাছে পৌঁছতেই রাজ্য বিজেপি সংগঠনের মহামন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা ও ভারতীয় জনতা পার্টির গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় আক্রান্তদের বাড়িতে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য টেপানিয়া জেলা হাসপাতালে ছুটে যান । নেতৃত্বরা কথা বলেন আক্রান্তদের পরিবারের সদস্যদের সাথে । সেই সাথে হাসপাতালে চিকিৎসারত কর্মীদের সাথেও কথা বলেন । হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সাথে আলোচনা করেন যাতে তাদের চিকিৎসার ব্যাপারে কোন ধরনের অসুবিধা না হয় । কংগ্রেস কর্মীদের দ্বারা বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে জেলা বিজেপির সভাপতি অভিষেক দেবরায় । গোটা ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে বাগমা জুড়ে ।