প্রতিনিধি কল্যাণপুর , জনগন আমাকে নির্বাচনে ভোট দিয়ে জয়ী করে পবিত্র বিধানসভায় পাঠিয়েছে এলাকার জনগনের উন্নয়নের বিষয় নিয়ে এবং আপনাদের সরকারি সকল সুবিধা পাইয়ে দেওয়া সেটা আমার দায়বদ্ধ বিধায়ক হিসেবে এই কথা গুলি বলেছেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। কল্যাণপুর ব্লক এলাকার দক্ষিণ দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন দ্বাদশ শ্রেণির বিদ্যালয় এর পাশে সরকার বেকার মার্কেট স্টলের উদ্বোধন করে এই কথাগুলি বলেন। আর ডি দফতর থেকে ৬ টি মার্কেট স্টলের রুম নির্মাণ করা হয় , ১৩ লক্ষ ৪৪ হাজার টাকা খরচ করা হয় নির্মাণ করায়। ৬ জন বেকার যুবকরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং সুযোগের হওয়ার জন্য এলাকায় বেজার খুশি যুবক বেকার । এবং দক্ষিণ দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের ৫০০ জন রেগার শ্রমিক দের মধ্যে জি আই সি প্রকল্পে গামলা প্রদান করা হয় সুবিধাভোগীদের মধ্যে । আজকের এই সভায় স্থানীয় গ্ৰাম প্রধান শিখারানী দাস কে সভাপতি করে উপস্থিত ছিলেন, সমাজকর্মী গণেশ লাল চক্রবর্তী, শুভঙ্কর সেন সহ অনন্য । এছাড়া কমলনগর এলাকায়ও আজ দুপুর নাগাদ রেকার কাজে ব্যবহৃত ৪০০ উপরে গামলা বিতরণ করা হয় পাশাপাশি ওই এলাকায় একটি মন্দির উদ্বোধন করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী সাথে ছিলেন কল্যাণপুর ব্লক চেয়ারম্যান সোমেন গোপ সমাজসেবী জীবন দেবনাথ সহ অন্যান্যরা এছাড়াও রতিয়া স্থানীয় উৎসব কমিটির সম্পাদকের হাতে হরির নাম সংকীর্তনের বাদ্যযন্ত্র তুলে দেয় বিধায়ক সহ অন্যান্য। বিধায়ক সহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন বিজেপি সরকার ত্রিপুরার সমস্ত মহিলাদের জন্য উন্নতমানের শিক্ষা নিশ্চিত করতে সরকারি কলেজগুলিতে সমস্ত ছাত্রীদের বিনামূল্যে শিক্ষা প্রদান করেছে এছাড়া মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ৩ লক্ষ মহিলাদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার ২০১৮ সালে রাজ্যে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ছিল ৪১৪০ টি এবং ২০২২ সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৩ হাজার ৭১৬ টি ত্রিপুরায় প্রায় ২৫ লক্ষ মানুষ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে বিনামূল্যে রেশন পাচ্ছেন তার জন্য ৭৫৫ কোটি টাকা খরচ হয়েছে আয়ুষ্মান ভারত যোজনার অধীনে প্রায় 13 লক্ষ ত্রিপুরাবাসীকে বিনামূল্যে পাঁচ লক্ষ টাকার বার্ষিক স্বাস্থ্য বীমা প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে রাজ্যে প্রায় তিন লক্ষ পাঁচ হাজার বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় 2 লক্ষ 5 হাজার মানুষ বাড়িতে গিয়েছেন জলজীবন মিশনের অধীনে চার লক্ষেরও বেশি পরিবারকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হয়েছে এছাড়া বিভিন্ন আলোচনা করেন অতিথিরা দুটি জায়গার অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত করা গেছে
রতিয়াতে বেকার মার্কেট স্টলের উদ্বোধন এবং ৫০০ রেগার শ্রমিকদের মধ্যে গামলা বিতরণ করলেন বিধায়ক
by admin
written by admin
122
previous post